মেলবোর্ন, ২৭ জানুয়ারি: একেবারে ঝড় তুলে অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2023) ফাইনালে উঠলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। দশম অস্ট্রেলিয়ান খেতাব ও ২২তম গ্র্যান্ডস্লাম জিততে এবার রবিবার ফাইনালে জকোভিচ নামবেন গ্রিসের স্টেফানোস সিসিপাসের (Stefanos Tsitsipas ) বিরুদ্ধে। এদিন, রড লেভার এরিনায় সেমিফাইনালে জকোভিচ স্ট্রেট সেটে ৭-৫, ৬-১, ৬-২ হারালেন আমেরিকা যুক্তরাষ্ট্রের টমি পলকে। অজি ওপেনে টানা ২৭টা ম্যাচ জেতা হয়ে গেল জকোভিচের।
২০১৯-২০২১ টানা তিনবার অস্ট্রেলিয়ান জেতার পর, ২০২২ অজি ওপেনে টিকা বিতর্কে গতবার খেলতে পারেননি সার্বিয়ান মহাতারকা। আরও পড়ুন-বিরাটদের মত হার নয়, কিউইদের উড়িয়ে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের মেয়েরা
দেখুন ভিডিয়ো
#AusOpen semifinals: ✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️#AusOpen finals: ?????????❓
Will X mark the spot for @DjokerNole on Sunday?@wwos • @espn • @eurosport • @wowowtennis • #AO2023 pic.twitter.com/lcx6Wnm3dT
— #AusOpen (@AustralianOpen) January 27, 2023
আর এবার প্রত্যাবর্তনের লড়াইয়ে অজি ওপেনের ফাইনালে উঠতে মাত্র একটা সেট খুইয়েছেন জকোভিচ। তৃতীয় রাউন্ড থেকে সেমিফাইনাল- জকোভিচ কোনও সেটে হারেননি। চলতি অজি ওপেনের দ্বিতীয় রাউন্ডে এনজো কাউয়াকাউদের বিরুদ্ধে ছাড়া জোকার আর সেট খোয়াননি। ২০২১ ফরাসি ওপেনের ফাইনালে সিসিপাসকে হারিয়ে খেতাব জিতেছিলেন জকোভিচ।