মেলবোর্ন, ১৫ নভেম্বর: গতবার বহু নাটক, আদালতের শেষ মুহূর্তের রায়ে করোনা টিকা না নেওয়ায় টেনিস মহাতারকা নোভাক জকোভিচ (Novak Djokovic)-কে অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open tennis 2023) খেলতে দেওয়া হয়নি। অস্ট্রেলিয়ায় এসে প্র্যাকটিশে নেমেও কোভিড টিকা না নেওয়া অনড় জকোভিচ মাথা নিচু করে টুর্নামেন্ট শুরুর আগের দিন অস্ট্রেলিয়া ছেড়েছিলেন।
তবে এবার বছরের প্রথম গ্র্যান্ডস্লামে খেলার অনুমতি পেলেন সার্বিয়ান টেনিস কিংবদন্তি। টিকা নেবো না, এই জেদে অনড় থেকেই ২০২৩ অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন সার্বিয়ান টেনিস মহাতারকা। আগামী বছর ১৬ জানুয়ারি থেকে শুরু হবে বছরের প্রথম গ্র্যান্ডস্লাম টেনিস টুর্নামেন্ট 'অস্ট্রেলিয়ান ওপেন'। আরও পড়ুন-ডিভোর্সের জল্পনার মাঝে সানিয়ার জন্মদিনে বড় বার্তা শোয়েবের
দেখুন টুইট
After 2022 humiliation in Australia, UNVACCINATED Novak Djokovic granted visa for 2023#AustralianOpen #NovakDjokovic #Tennis https://t.co/mzBbOKbqT5
— InsideSport (@InsideSportIND) November 15, 2022
করোনায় টিকা নীতি শিথিল করেছে অস্ট্রেলিয়া। তাই ক্যাঙারুর দেশে তাঁর দশম অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জয়ের লড়াইয়ে নামার সুয়োগ পাচ্ছেন জোকার। ২০২১ সালে শেষবার অস্ট্রেলিয়ান ওপেনে খেলে খেতাব জিতেছিলেন জকোভিচ। গতবার অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন রাফায়েল নাদাল। এবার অস্ট্রেলিয়ান ওপেনে খেতাব জিতলে নাদালের (২২) সর্বাধিক গ্র্যান্ডস্লাম জয়ের নজির স্পর্শ করবেন জকোভিচ (২১টি গ্র্যান্ডস্লাম খেতাব জয়ী)।