দোহা, ৩০ নভেম্বর: কাতার বিশ্বকাপে গ্রুপ লিগের শেষ ম্যাচে ডেনমার্ককে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের নক আউট পর্বে উঠল এএফসি-র দেশ অস্ট্রেলিয়া।ম্যাচের ৬০ মিনিটে ম্যাথু লেকাইয়ের গোলে ডেনমার্ককে হারাল ক্যাঙারু বাহিনী। শক্তিশালী ড্য়ানিশ দলের বিশ্বকাপ অভিযান শেষ হল দুটি ম্যাচ হেরে, একটা-তে ড্র করে। অন্যদিকে, তিউনিসিয়ার কাছে ০-১ গোলে হেরেও গোলপার্থক্যের বিচারে অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রি কোয়ার্টার ফাইনাল উঠল ফ্রান্স।
ফ্রান্স ও অস্ট্রেলিয়া দুটি দলই ৬ পয়েন্টে শেষ করলেও গোল পার্থক্যের হিসেবে গ্রুপ চ্যাম্পিয়ন হলেন কিলিয়ান এমবাপেরা। আর্জেন্টিনার গ্রুপের রানার্সদের বিরুদ্ধে প্রি কোয়ার্টারে খেলবে ফ্রান্স। আর শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ মেসিদের গ্রুপের চ্যাম্পিয়ন দল।
দেখুন টুইট
Australia are in the knockouts!!
FT: Tunisia 1-0 France
FT: Australia 1-0 Denmark
A big win for Tunisia over France, but it's not enough to see them through.#BBCFootball #BBCWorldCup pic.twitter.com/cD6lhisB96
— BBC Sport (@BBCSport) November 30, 2022
আগেই নক আউটে ওঠা নিশ্চিত হওয়ার পর, গ্রুপ লিগের শেষ ম্যাচে তিউনিসার বিরদ্ধে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স হারল ০-১ গেলে। কিলিয়ান এমবাপাদের মত হেভিওয়েট তারকাদের দেশকে হারিয়ে দিলও আফ্রিকার দেশ তিউনিসিয়ার প্রি কোয়ার্টার ফাইনালে ওঠা হল না তিউনিসিয়ার (৪ পয়েন্ট)। কারণে গ্রুপের অন্য ম্যাচে অস্ট্রেলিয়া ১-০ গোলে হারিয়ে দেয় ডেনমার্ককে।
এই গ্রুপের প্রথম ম্যাচে ফ্রান্স ৪-১ গোলে হারায় অস্ট্রেলিয়াকে। ডেনমার্ক-তিউনিসিয়া ম্যাচ ০-০ গোলে ড্র হয়। এরপর অস্ট্রেলিয়া ১-০ গোলে হারায় তিউনিসিয়াকে, আর ফ্রান্স ২-০ গোলে হারায় ডেনমার্ককে। এরপর এদিন ফ্রান্স ০-১ গোলে হারল তিউনিসিয়ার কাছে, আর অজিরা ১-০ হারাল ডেনমার্ককে।
এদিনের ফল
ফ্রান্স (০) তিউনিসিয়া (১)
অস্ট্রেলিয়া (১) ডেনমার্ক (০)
গ্রুপ ডি-র পয়েন্ট তালিকা
ফ্রান্স:৬ পয়েন্ট
অস্ট্রেলিয়া: ৬ পয়েন্ট
তিউনিসিয়া: ৪ পয়েন্ট
ডেনমার্ক: ১ পয়েন্ট