এশিয়ান গেমস ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠান আজ শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। চীনের হাংজুতে অনুষ্ঠিত হবে এই মহাদেশীয় মাল্টিস্পোর্টস প্রতিযোগিতার উনিশতম আসর। এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে হ্যাংঝু অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়াম, যা বিগ লোটাস নামেও পরিচিত। ২০১৮ সালে প্রাথমিকভাবে ফুটবল স্টেডিয়াম হিসেবে নির্মিত এই অত্যাধুনিক ভেন্যুতে ৮০ হাজার দর্শক ধারণক্ষমতা রয়েছে। ২০২৩ এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে। ১৯তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট জি জিনপিং। এছাড়া কম্বোডিয়ার রাজা নোরোডম সিহামনি, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, হংকং চীনের নেতা জন লি কা-চিউ এবং কোরিয়া প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী হান ডাক-সু এবং আরও অনেক বিশিষ্ট বিদেশী বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন। ICC T20 World Cup 2024 Venues: আগামী টি-২০ বিশ্বকাপের আয়োজনে ওয়েস্ট ইন্ডিজের সাত দেশ, তালিকায় নেই জ্যামাইকা
The Asian Games 2023 Opening Ceremony today at 5.30 PM IST! 🏟️#AsianGames2023 #SKIndianSports pic.twitter.com/0Z2CeJs0YC
— Sportskeeda (@Sportskeeda) September 23, 2023
উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়বস্তু
২০২৩ এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের সমৃদ্ধ ঐতিহ্যকে তুলে ধরা হবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও পরিবেশবান্ধব প্রযুক্তির উপাদান নিয়ে দেশটির আধুনিক দৃষ্টিভঙ্গিকে উদযাপন করা হবে। এশিয়ান গেমস হবে প্রথম মহাদেশীয় সম্মেলন যেখানে ডিজিটাল টর্চ-আলোকিত অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে লক্ষ লক্ষ টর্চ-বাহক ডিজিটাল শিখাকে জিয়ানতাং নদীর ডিজিটাল মানব মূর্তিতে রূপান্তরিত করবে। থ্রিডি অ্যানিমেশন এবং অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে হাংজু অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে ইলেকট্রনিক ধোঁয়াবিহীন আতশবাজিও প্রদর্শিত হবে।
ভারতের পতাকা বাহক
শনিবার হ্যাংঝু ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন হকি অধিনায়ক হরমনপ্রীত সিং ও বিশ্বচ্যাম্পিয়ন বক্সার লাভলিনা বরগোহেইন। ২০১৮ সালে জাকার্তায় ১৮তম এশিয়ান গেমসে ভারতের পতাকা বহন করেছিলেন টোকিও ২০২০ অলিম্পিকের সোনাজয়ী নীরজ চোপড়া। এই মহাদেশীয় আসরে ৩৯টি খেলায় অংশ নেবেন ৬৫৫ জন ভারতীয় অ্যাথলিট। এশিয়ান গেমসে এটাই ভারতের সবচেয়ে বড় দল।
কবে, কোথায় আয়োজিত হবে এশিয়ান গেমসের উদ্বোধনী আসর?
২৩ সেপ্টেম্বর হ্যাংঝু অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে (Hangzhou Olympic Sports Center Stadium) এশিয়ান গেমসের উদ্বোধনী আসর আয়োজিত হবে।
কখন থেকে শুরু হবে এশিয়ান গেমসের উদ্বোধনী আসর?
এশিয়ান গেমসের উদ্বোধনী আসর শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন এশিয়ান গেমসের উদ্বোধনী আসর
সরাসরি টিভিতে এশিয়ান গেমসের উদ্বোধনী আসর ভারতে দেখবেন সোনি স্পোর্টসে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন এশিয়ান গেমসের উদ্বোধনী আসর
সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি লিভ (Sony Liv) অ্যাপে।