সিঙ্গাপুরের পর এবার মালয়েশিয়া। এশিয়ান গেমসে মহিলাদের হকিতে সিঙ্গাপুরের বিরুদ্ধে ১৩ গোলের পর এবার মালয়েশিয়াকে ৬ গোল দিল ভারতের মেয়েরা। এবার ভারতের মহিলা হকি দল রবিবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলবে। ভারতের মহিলাদের গ্রুপের শেষ ম্যাচের প্রতিপক্ষ হংকং। শুক্রবার মালয়েশিয়ার বিরুদ্ধে একগাদা পয়েন্ট নষ্ট করলেও ম্যাচ জিততে একেবারেই কষ্ট করতে হল না সবিতা পুনিয়ারদের।
দু ম্যাচ খেলে ৬ পয়েন্ট পেয়ে ১৯টি গোল করে পয়েন্ট তালিকায় ভারত শীর্ষে আছে। সমসংখ্যাক পয়েন্ট পেয়ে দক্ষিণ কোরিয়া গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে। মহিলাদের হকিতে দশটি দেশ অংশ নিয়েছে। দুটি গ্রুপে পাঁচটি করে দলকে রাখা হয়েছে। দুটি গ্রুপ থেকে দুটি দল করে দল সেমিফাইনালে উঠবে। কোরিয়ার বিরুদ্ধে পয়েন্ট পেলেই সেমিতে উঠবে ভারতের মেয়েরা। আরও পড়ুন-৫৩ সেকেন্ডে জিতে পদক নিশ্চিত করে অলিম্পিকের টিকিট কাটলেন নিখাত জারিন
দেখুন ছবিতে
Indian 🇮🇳 women's hockey team 🏑 secured a comfortable victory over Malaysia 🇲🇾.#AsianGames #AsianGames2023 #AsianGames2022 #TeamIndia #Squash #Hockey pic.twitter.com/iYhket47FG
— Khel Now (@KhelNow) September 29, 2023
এদিকে, কাল শনিবার পুরুষদের হকির গ্রুপের ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। পাকিস্তানের বিরুদ্ধে ড্র করলেও সেমিফাইনালে উঠবেন হরমনপ্রীত সিংরা। ভারত ও পাকিস্তান গ্রুপে তাদের প্রথম তিনটি ম্যাচেই জিতেছে। তবে গোলপার্থক্যে এগিয়ে ৯ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে আছে ভারতীয় পুরুষ দল। পুরুষদের হকিতে ৬ দলের গ্রুপ থেকে দুটি দল সেমিফাইনালে উঠবে। গ্রুপের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ, সেখানে পাকিস্তানকে খেলতে হবে গতবারের সোনা জয়ী জাপানের বিরুদ্ধে। তাই কাল পাকিস্তানের বিরুদ্ধে ড্র করলেও ভারত কার্যত শেষ চারে উঠবে।