Asian Games 2022 Opening Ceremony. (Photo Credits: X)

চিনের হাংঝৌতে আয়োজিত এশিয়ান গেমসের প্রথম দিনে ভারতের ঝুলিতে এল পাঁচটি পদক। তিনটি রুপো, দুটি ব্রোঞ্জ এলেও রবিবার সোনা অধরাই থাকল টিম ইন্ডিয়ার। প্রথম দিনের শেষে ভারত পদক তালিকায় সাত নম্বরে থাকল। ভারত রোয়িংয়ে দুটি রুপো ও একটি ব্রোঞ্জ এবং শ্যুটিংয়ে একটি রুপো ও একটি ব্রোঞ্জ জিতেছে। বাংলার শ্য়ুটার মেহুলি ঘোষ মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে রুপো জেতেন। তবে ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত বিভাগে একটুর জন্য চতুর্থ হয়ে পদক হাতছাড়া হয়ে মেহুলির। এই বিভাগে ব্রোঞ্জ জেতেন ভারতের রমিতা জিন্দাল। বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠে মহিলাদের ক্রিকেটে পদক নিশ্চিত করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। কাল, সোমবার সোনা ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। পুরুষদের ফুটবলের নক আউট রাউন্ডে উঠেছেন সুনীল ছেত্রীরা। পুরুষদের ভলিবলে দুরন্ত খেলে শেষ আটে ওঠার পর শক্তিশালী জাপানের কাছে ০-৩ হেরে বিদায় নিল ভারত।

এদিন হাংঝৌতে প্রথম দিনের শেষে ৬টি দেশ সোনার পদক জয়ে খাতা খুলেছে। আয়োজক দেশ চিন প্রথম দিনের শেষে ২০টি সোনা সহ মোট ৩০টি পদক জিতেছে। চিনের ধারাকাছে নেই বাকিরা। পদক তালিকায় দুই নম্বরে থাকা দক্ষিণ কোরিয়া ৫টি সোনা, ৪টি রুপো ও ৫টি ব্রোঞ্জ জিতেছে। এছাড়াও প্রথম দিনের শেষে জাপান ও হংকং দুটি করে সোনা, উজবেকিস্তান ও টাইনিজ তাইপে ১টি করে সোনা জিতেছে। আরও পড়ুন-মায়ানমারের বিরুদ্ধে ড্র করে নক আউটে সুনীল ছেত্রীরা, কোয়ার্টারে ওঠার লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ সৌদি আরব

দেখুন পদক তালিকা

 

সোনা না জেতা দেশগুলির মধ্যে ভারত পদক তালিকায় শীর্ষে। প্রথম দিনের শেষে মোট ১৮টি দেশ পদক জিতেছে। পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এখনও পদক তালিকায় জায়গা পায়নি।