
Asian Athletics 2025: দক্ষিণ কোরিয়ার গুমিতে আয়োজিত এশিয়ান অ্য়াথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বেশ ভাল পারফরম্য়ান্স করলেন ভারতীয় অ্যাথলিটরা। আজ, শনিবার শেষ হল এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। এবার চিনের পিছনে দু নম্বরে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের পদক তালিকায় থাকল ভারত। ৮টি সোনা, ১০টি রুপো ও ৬টি ব্রোঞ্জ জিতলেন ভারতীয়রা। চিন ১৯টি সোনা, ৯টি রপো সহ মোট ৩২টি পদক জিতল।
যে সব ভারতীয়রা সোনা জিতলেন
এবার এশিয়ান অ্যাথলেটিক্সে সোনাজয়ী ভারতীয়রা হলেন- দুটি বিভাগে (৫ হাজার ও ১০ হাজার মিটার দৌড়ে) সোনা জেতেন গুলবীর সিং, ৩ হাজার মিটার স্পিটলচেসে সোনা পান অভিনাশ সালভে, মহিলাদের ১০০ মিটার হার্ডলেসে সবার আগে শেষ করেন জ্যোতি ইয়াররাজি। মহিলাদের হাইজাম্পে সোনা পান পূজা সিং। মহিলাদের হেপ্টাথলনে সোনা জেতেন নন্দিনী আগাসারা ও মহিলাদের ৪X৪০০ মিটার রিলে রেসে সোনা জেতে টিম ইন্ডিয়া।
রুপোর থেকে সোনা বেশি জিতল ভারত
India Stands Tall At Much Deserved Second
We can be proud of this already
💥 More Gold than Silver
💥 More Gold than Last CH
How Many Medals can India Win tomorrow on the last day of #AsianAthletics pic.twitter.com/c3XX7DkTWM
— IndiaSportsHub (@IndiaSportsHub) May 30, 2025
গতবার ভারত জিতেছিল ৬টি সোনা সহ ২৭টি পদক
যেখানে গতবার ব্যাঙ্কক এশিয়ান অ্যাথলেটিক্সে ভারত ৬টি সোনা, ১২টি রুপো, ৯টি ব্রোঞ্জ জিতেছিল। গত এশিয়ান অ্য়াথলেটিক্স চ্যাম্পিয়নশিপের থেকে এবার ভারতীয়রা ৩টি পদক কম জিতলেও, ২টি সোনা বেশী জিতেছে।
জাপান এবার মাত্র ৪টি সোনা পেল
গতবার পদক তালিকায় শীর্ষে থেকে জাপান ১৬টি সোনা সহ মোট ৩৭টি পদক জিতেছিল। কিন্তু এবার সেখানে সূর্যোদয়ের দেশ মাত্র ৪টি সোনা সহ ২৪টি পদক জিতল। জাপানের সোনা ভাগ বসিয়ে এবার কোরিয়া গেমসে চিনে শীর্ষে থাকল। আশ্চর্যজনকভাবে জাপান এবার মাত্র ৪টি সোনা পেল। গত বছর প্যারিস অলিম্পিকে জাপান ২০টি সোনা সহ মোট ৪৫টি পদক জিতেছিল। সেখানে ভারত সোনাহীন থেকে জিতেছিল ৬টি পদক।