এশিয়া কাপ হকি (Asia Cup Hockey 2025)-তে সুপার ফোরের লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ (Bangladesh Hockey Team)। সোমবার বিহারের রাজগিরে (Rajgir) পুলের শেষ ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া (South Korea)-র বিরুদ্ধে ১-৫ গোলে হেরে পয়েন্ট তালিকায় তিন নম্বরে শেষ করল বাংলাদেশ। এদিন এই ম্যাচে যারা জিতত, তারাই সুপার ফোরে উঠত। কিন্তু শক্তিশালী দক্ষিণ কোরিয়ার সামনে দাঁড়াতেই পারল না পদ্মাপাড়ের দেশ। চার দলের গ্রুপে মালয়েশিয়ার কাছে ১-৪ ও দক্ষিণ কোরিয়ার কাছে ১-৫ গোলে হারল বাংলাদেশ, তবে চাইনিজ তাইপে ৮-৩ গোলে হারিয়েছিল পদ্মাপাড়ের দেশ।
পাকিস্তান না আসায়, পরিবর্ত হিসেবে খেলছে বাংলাদেশ
প্রসঙ্গত, ভারতে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পাকিস্তান খেলতে না আসায়, এবারের এশিয়া কাপে খেলার সুযোগ পায় বাংলাদেশ হকি দল। গ্রুপ বি-থেকে চ্যাম্পিয়ন হয়ে মালয়েশিয়া ও দ্বিতীয় হয়ে দক্ষিণ কোরিয়া সুপার ফোরে উঠল। গতবারারে চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়েছিল মালয়েশিয়া।
দেখুন খবরটি
𝐂𝐡𝐚𝐦𝐩𝐢𝐨𝐧𝐬 𝐜𝐨𝐧𝐭𝐢𝐧𝐮𝐞 𝐭𝐨 𝐫𝐨𝐥𝐥! 💪
Korea ease past Bangladesh with a 5-1 victory to make the Super 4s at the Hero Asia Cup, Rajgir, Bihar 2025.
🇧🇩 1-5 🇰🇷#HumSeHaiHockey #HeroAsiaCupRajgir pic.twitter.com/EANnl6DtZr
— Hockey India (@TheHockeyIndia) September 1, 2025
চতুর্থ দল হিসাবে সুপার ফোরে ওঠার লড়াইয়ে চিন বনাম জাপান
চলতি এশিয়া কাপ হকিতে সুপার ফোরে তিনটি দেশ নিশ্চিত হয়ে গিয়েছে- গ্রুপ বা পুল এ থেকে ভারত, গ্রুপ বি থেকে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। গ্রুপ এ থেকে দ্বিতীয় দল হিসাবে কোন দেশ সুপার ফোর উঠবে, তা ঠিক হবে আজ চিন ও জাপান ম্যাচে। হরমনপ্রীত সিংরা আজ, সোমবার সন্ধ্যায় লিগের শেষ ম্যাচে খেলবে দুর্বল কাজাকস্তানের বিরুদ্ধে।
চলতি এশিয়া কাপ হকিতে ভারত দুটি ম্যাচেই জিতেছে
এই ম্যাচে বড় ব্যবধানেই জেতার কথা ভারতের। কারণ কাজাকাস্তান চলতি এশিয়া কাপে লিগের প্রথম দুটি ম্যাচে ২০টি গোল হজম করেছে। তবে এই ম্যাচে ড্র করলেও লিগ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে খেলবে ভারতীয় হকি দল। বুধবার থেকে সুপার ফোর রাউন্ডের খেলা শুরু হচ্ছে। সুপার ফোরে চারটি দেশ একে অপরের সঙ্গে একবার করে খেলবে। পয়েন্ট তালিকায় প্রথম দুটি স্থানে থাকা দেশ ফাইনালে খেলবে