Asia Cup Hockey 2022: অলিম্পিকের মত এশিয়া কাপ হকিতেও ব্রোঞ্জ ভারতের
(Photo Credits: Getty Images)

জাকার্তা, ১ জুন: টোকিও অলিম্পিকের এক বছর পর আয়োজিত জার্কাতায় আয়োজিত এশিয়া কাপ হকিতেও তৃতীয় স্থান পেল ভারত। বুধবার জার্কাতায় তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারক ম্যাচে জাপানকে ১-০ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতল টিম ইন্ডিয়া। কার্যত দ্বিতীয় সারির দল এনে টোকিও অলিম্পিকে পদকজয়ী দেশ একেবারে খালি হাতে ফিরল না। এদিন জাপানের বিরুদ্ধে ম্যাচের ৬ মিনিটে ভারতের হয়ে জয়সূচক গোলটি করেন রাজ কুমার পাল। এই জাপানের বিরুদ্ধে গ্রুপের ম্যাচে ২-৫ গোলে হারার পর, সুপার ফোরে ২-১ গোলে জিতেছিল ভারত। এবারের এশিয়া কাপ হকিতে ভারত মোট সাতটা ম্যাচ খেলে জিতল ৩টি-তে, ড্র ৩টি-তে, হার ১টি-তে।

যদিও এশিয় হকিতে ফাইনালে না উঠতে পারাটা সব সময়ই হতাশার। দিনের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ২-০ গোলে হারিয়ে আট দেশের এশিয়া কাপে সপ্তম স্থান পায় ওমান। বাংলাদেশকে ২-০ গোলে হারিয়ে পাকিস্তান পায় পঞ্চম স্থান। পাকিস্তানের পক্ষে এখন আগামী বছর ভারতে আয়োজিত হতে চলা হকি বিশ্বকাপে যোগ্যতাঅর্জন করা খুব কঠিন হয়ে গেল। ফাইনালে আর কিছুক্ষণ পরেই নামছে দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া। আরও পড়ুন- আজ বাগদত্তা জয়া ভরদ্বাজকে বিয়ে করছেন ক্রিকেটার দীপক চাহার

গতকাল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৪-৪ ড্র করে, গোল পার্থক্যে পিছিয়ে পড়ে ফাইনালের লড়াই থেকে ছিটকে গিয়েছিল ভারত। গ্রুপ লিগের শেষ ম্যাচে ইন্দোনেশিয়াকে ১৬-০ গোলে হারিয়ে নাটকীয় কায়দায় পাকিস্তানকে গোলপার্থক্যে পিছনে ফেলে সুপার ফোরে উঠেছিল গতবারের চ্যাম্পিয়ন ভারত।