গ্রুপ পর্বের খেলা শেষ। বুধবার থেকে এশিয়া কাপে (Asia Cup 2023) শুরু হচ্ছে সুপার ফোর রাউন্ডের খেলা। সুপার ফোর রাউন্ডে চারটি দল একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। মানে চারটি দল সুপার ফোরে তিনটি করে ম্যাচ খেলবে। পয়েন্টের ভিত্তিতে সুপার ফোর থেকে দুটি দল ফাইনালে খেলবে।
নেট রান রেটে ভারতকে পিছনে ফেলে পাকিস্তান গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠেছে। অন্যদিকে, বাংলাদেশ ও আফগানিস্তানকে হারিয়ে গ্রুপ বি-তে চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে খেলবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা এবার থেকে চলতি এশিয়া কাপে তাদের সব ম্যাচ নিজের দেশেই খেলবে। আরও পড়ুন-ইন্ডিয়া নয় ভারত, টুইটের পর রাজনীতিতে যোগ নিয়ে বড় ঘোষণা সেওয়াগের
বুধবার, সুপার ফোর রাউন্ডের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নামছে পাকিস্তান। ভারত নামবে রবিবার, কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে।
সুপার ফোর রাউন্ডে কারা
গ্রুপ এ: পাকিস্তান, ভারত
গ্রুপ বি: শ্রীলঙ্কা, বাংলাদেশ
বিদায় নিল: নেপাল,আফগানিস্তান
সুপার ফোর রাউন্ডের সূচি:
৬ সেপ্টেম্বর, বুধবার: পাকিস্তান বনাম বাংলাদেশ (লাহোর), দুপুর ২.৩০টা
৯ সেপ্টেম্বর, শনিবার : শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ (কলম্বো), দুপুর ৩টে
১০ সেপ্টেম্বর, রবিবার: ভারত বনাম পাকিস্তান (কলম্বো), দুপুর ৩টে
১২ সেপ্টেম্বর, মঙ্গলবার: ভারত বনাম শ্রীলঙ্কা (কলম্বো), দুপুর ৩টে
১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা(কলম্বো), দুপুর ৩টে
১৫ সেপ্টেম্বর, শুক্রবার: ভারত বনাম বাংলাদেশ (কলম্বো), দুপুর ৩টে
ফাইনাল:
১৭ সেপ্টেম্বর, রবিবার: কলম্বো (দুপুর ৩টে)
(সব ম্যাচ সরাসরি স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও ডিজনি+হটস্টারে।)