Haris Rauf Suspended: গত সেপ্টেম্বরে ইউএই-তে আয়োজিত এশিয়া কাপে (Asia Cup Cricket 2025) বেশ কয়েকটি বিতর্কিত ঘটনা ঘটেছিল। ম্যাচ রেফারিদের, শৃঙ্খলারক্ষা কমিটির প্রস্তাব শুনে আইসিসি মাসখানেক বাদে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের বিতর্কে কঠোর পদক্ষেপ নিল। ভারত-পাক মিলিয়ে মোট চারজন ক্রিকেটার শাস্তি পেলেন। তাদের মধ্যে একজন নির্বাসন, একজনের আর্থিক জরিমানা ও বাকি দুজনের ডেরমিট পয়েন্ট কেটে সতর্ক করা ছেড়ে দেওয়া হল। কোড অফ কন্ডাক্টের ২.২১ ধারা ভঙ্গের অভিযোগে ভারত ও পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটারদের উপর জরিমানা ও নির্বাসনের শাস্তি দেওয়া হল। সবচেয়ে কঠোর সাজা হল পাকিস্তানের তারকা পেসার হ্যারিস রউফের। দুবাই স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ভারতীয় সমর্খতদের দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করার শাস্তি হিসাবে রউফকে দুটি ম্যাচ নির্বাসিত করল আইসিসি। এশিয়া কাপের ম্যাচ শেষে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব তাদের বাইশ গজে পাকিস্তানের বিরুদ্ধে জয়কে পহেলগাঁও জঙ্গি হামলার শিকার ও ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করেছিলেন।
কী কারণে জরিমানা সূর্যকুমার, বুমরাকে
ভারত অধিনায়কের এই মন্তব্যকে রাজনৈতিক বলে গণ্য করা তাঁর ম্যাচ পারিশ্রমিকের ৩০ শতাংশ জরিমানা করা হল। ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরা গত ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালেহ্যারিস রউফকে আউট করার পর বিমান ভূপাতিতের ভঙ্গি দেখালে প্রথম পর্যায়ের অপরাধ হিসাবে সতর্কতা ও ১ ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। পাকিস্তান ওপেনার সাহিবজাদা ফারহান গত ২১ সেপ্টেম্বর টুর্নামেন্টের সুপার ফোরের ম্যাচে হাফ সেঞ্চুরি করার উদযাপনে ব্যাট দিয়ে বন্দুকের ভঙ্গি করায় আনুষ্ঠানিক সতর্কতা ও ১ ডিমেরিট পয়েন্ট পেয়েছেন।
দেখুন খবরটি
ICC suspends Pakistan pacer Haris Rauf for two matches over Asia Cup 2025 incident.
India skipper Suryakumar Yadav receives a fine for his political statement and no-handshake row.https://t.co/F65cXBB1Fa
— Firstpost Sports (@FirstpostSports) November 4, 2025
কোন দুটি ম্যাচ খেলতে পারবেন না রউফ
দুই ম্যাচ নির্বাসিত হওয়ায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজের দুটি ম্যাচে খেলতে পারবেন না পাক পেসার হ্যারিস রউফ।