Team Australia. (Photo Credits: ICC Twiiter)

লাহোর, ২৯ মার্চ: ওয়ানডে সিরিজ শুরুর ঠিক আগে পাকিস্তানে করোনায় আক্রান্ত হলেন অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাস্টন অ্যাগার (Ashton Agar)। করোনায় মৃদু উপসর্গ থাকা অ্যাগারকে নিভৃতবাসে চিকিতসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর ফলে তাঁর আর পাকিস্তানে ওয়ানডে সিরিজে খেলার আর কোনও সম্ভাবনা থাকল না। বায়ো বাবলের মধ্যে থেকেও কী করে তাঁর কোভিড রিপোর্ট পজেটিভ এল তা নিয়ে প্রশ্ন উঠছে।

আজ, মঙ্গলবার ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটে থেকে লাহোরে শুরু হতে চলা পাকিস্তান-অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডে ম্যাচের আগে কোভিড পরীক্ষায় পজেটিভ আসে অ্যাগার। তাঁর সঙ্গে অজি ফিজিও ব্র্যান্ডন উইলসনের করোনা রিপোর্টও পজেটিভ এসেছে। তবে দলের বাকিদের রিপোর্ট নেগেটিভ আসে। আরও পড়ুন: সেই তেওয়াতিয়া-র ক্যামিওতে আইপিএলের অভিষেকে জয় হার্দিক পান্ডিয়াদের

চলতি ওয়ানডে সিরিজে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, মিচেল স্টার্ক-দের মত তারকাদের পাচ্ছে না অস্ট্রেলিয়া। কার্যত দ্বিতীয় সারির দল নিয়ে এই ওয়ানডে সিরিজে নামতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। ক দিন আগেই পাকিস্তানে টেস্ট সিরিজে ১-০ জিতে অস্ট্রেলিয়া। আজ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। অ্য়ারন ফিঞ্চের নেতৃত্বে এই ওয়ানডে সিরিজে নামছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, বাবর আজমের দলের লক্ষ্য হল ওয়ানডে সিরিজে জিতে টেস্টে হারের ক্ষত মেরামত করা।