![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2020/12/Ajinkya-Rahane-380x214.jpg)
চেন্নাই, ৯ সেপ্টেম্বর: টেস্ট দলে ফেরার লড়াই ভালভাবেই শুরু করলেন আজিঙ্কা রাহানে। শুক্রবার চেন্নাইয়ে দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালে উত্তর পূর্বাঞ্চলের বিরুদ্ধে ম্যাচের প্রথম দিনে পশ্চিমাঞ্চলের হয়ে তিনে নেমে অধিনায়ক রাহানে ২০৭ রানে অপরাজিত থাকলেন। ১৭টা বাউন্ডারি, ৬টা ওভার বাউন্ডারিতে সাজানো তাঁর ইনিংস। উত্তর পশ্চিমাঞ্চেলর বোলিংয়ের যা হাল, তাতে রাহানে আগামিকাল, তিনশো পূর্ণ করে ফেলতে পারেন।
রাহানের মতই এই ম্যাচে ডবল সেঞ্চুরি করেন পশ্চিমাঞ্চলের ওপেনার যশস্বী জয়সওয়াল (২২৮)। ওপেনার পৃথ্বী শ (১১৩)- দুরন্ত সেঞ্চুরি করেন। আরও পড়ুন-ফের সেঞ্চুরি বিরাটের
দেখুন টুইট
Ajinkya Rahane is unbeatan on Duleep Trophy first day and he scored 207* runs from 264 balls including 17 Fours and 6 Sixes for West Zone. Brilliant Ajinkya.
— CricketMAN2 (@ImTanujSingh) September 9, 2022
প্রথম দিনের শেষে পশ্চিমাঞ্চলের স্কোর ২ উইকেটে ৫৯০ রান। ওপেনিং জুটিতে পৃথ্বী-যশস্বী করেন ২০৬ রান। তারপর দ্বিতীয় উইকেটে রাহানে-যশস্বী করেন ৩৩৩ রানের পার্টনারশিপ। রাহানের সঙ্গে অপরাজিত আছেন রাহুল ত্রিপাঠি (২৫)।
এদিকে, পুদুচেরিতে দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালে উত্তরাঞ্চলের বিরুদ্ধে প্রথম দিনে প্রথম ইনিংসে পূর্বাঞ্চলের ইনিংস শেষ হল ৩৯৭ রানে। ঝাড়খণ্ডের তারকা ব্যাটার বিরাট সিং(১১৭)দুরন্ত সেঞ্চুরি করেন। ওপেন করতে নেমে বাংলার সুদীপ ঘরামি (৬৮) ভাল খেলেন। অনুষ্টুপ মজুমদার (৪৭), অধিনায়ক মনোজ তিওয়ারি (২৭), অভিষেক পোড়েল (৬)-রা সেভাবে কিছু করতে পারেননি। দিনের শেষে উত্তরাঞ্চল রেছে বিনা উইকেটে ৬৫ রান।