Andre Russell। (Photo Credits: IANS)

মার্কিন মুলুকের টি টোয়েন্টি ফ্র্য়াঞ্চাইজি লিগে শাহরুখ বনাম আম্বানিদের মেগাম্যাচে দুই ক্যারিবিয়ানের দ্বৈরথ জমে গেল। গতকাল, রাতে ডালাসে মুম্বই নিউ ইয়র্কের প্রতিপক্ষ ছিল লস অ্যাঞ্চেলস নাইট রাইডার্স। আর সেই ম্যাচে আট নম্বরে নেমে দারুণ খেলতে থাকেন শাহরুখ খানের দলের তারকা ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল (Andre Russell)। মাত্র ৮১ রানে যখন ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল এলকেআর, তখন নামেন রাসেল।

এরপর তাঁর ট্রেন্ডমার্ক বিস্ফোরক ব্যাটিং শুরু করেন রাসেল। ২১ বলে ৩৫ রানের ইনিংস খেলে যখন দলের রানকে অনেকটা বাড়িয়ে নিয়ে যাচ্ছেন রাসেল, সেই সময়ই তাঁর এক সময়ের জাতীয় দলের সতীর্থ কায়রন পোলার্ডের বলে আউট হয়ে যান রাসেল। প্রসঙ্গত, আইপিএল থেকে অবসর নিলেও মার্কিন লিগ ক্রিকেটে আম্বানিদের ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বে রয়েছেন পোলার্ড। রাসলকে আউট করে পোলার্ডের উচ্ছ্বাসের ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

দেখুন ভিডিয়ো

রাসেলের আউটে শেষ হয় নাইটদের ইনিংস। রাসেল ছাড়া আর কেউ রান পাননি। সুনীল নারিন (৬) থেকে উন্মুক্ত চাঁদ (৯), ডেভিড মিলার (৬), নীতীশ কুমার (৬)-রা ব্যর্থ হন। মার্কিন লিগে মুম্বই ইন্ডিয়ন্সের স্পিনার রশিদ খান ২২ রান দিয়ে নেন ৩টি উইকেট।  শেষ পর্যন্ত প্রথমে ব্যাট করে নাইট রাইডার্স নির্ধারিত ২০ ওভারে করে ১৩০ রান। জবাবে ১৭ ওভারে ৬ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বই ইন্ডিয়ন্স নিউ ইয়র্ক। নারিন ২৪ রান দিয়ে নেন ২টি উইকেট, রাসেল নেন একটি উইকেট।