Photo Credits: X@soiledshoes

বুধবার ছিল এশিয়ান গেমসে (Asian Games 2023) ভারতের দিন। বিভিন্ন পদক পেয়ে ২০১৮ সালের এশিয়াডের রেকর্ড ভেঙে ফেলেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। জ্যাভলিন থ্রোতে সোনা জিতেছেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra)।

এরপর তিনি যখন ৪০০ মিটার রিলে রেসে সোনা জেতা ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে ছবি তুলতে যাচ্ছিলেন। তখন তাঁকে উদ্দেশ্য করে ভারতীয় জাতীয় পতাকা মাঠের দিকে ছুঁড়ে দেন একজন দর্শক। বিষয়টি দেখতে পেয়ে পাখির মতো উড়ন্ত ঝাঁপ দিয়ে তা লুফে নেন নীরজ (Neeraj Chopra Catching Tiranga)। রক্ষা করেন ভারতের সম্মান। যার ভিডিয়ো ভাইরাল হতেই কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। আরও পড়ুন: Neeraj Chopra: এশিয়ান গেমসে জ্যাভলিন থ্রোতে রেকর্ড গড়ে সোনা জিতলেন নীরজ চোপড়া

দেখুন ভিডিয়ো: