Yuzvendra Chahal And Dhanashree Verma (Photo Credit: Instagram)

দিল্লি, ১ অগাস্ট: ধনশ্রী ভর্মার (Dhanashree Verma) সঙ্গে বিচ্ছেদ সম্পূর্ণ যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal)। ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুজবেন্দ্র চাহাল নাকি আর জে মাহবাশের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এমন নানা ছবি সামনে আসছে। গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে ছবি, ভিডিয়ো যতই সামনে আসুক না কেন, আর জে মাহবাশ এবং যুজবেন্দ্র চাহাল এ বিষয়ে কোনও ধরনের মন্তব্য করেননি। মাহবাশের (RJ Mahvash) সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ না খুললেও, এবার ধনশ্রীর সঙ্গে সম্পর্কের ভাঙনের সময় নিয়ে মুখ খুললেন যুজবেন্দ্র।

চাহাল বলেন, ধনশ্রীর সঙ্গে যখন থেকে বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়, সেই সময় থেকে তাঁকে নানা ঘাত, প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয়েছে। ধনশ্রীর সঙ্গে তাঁর ৫ বছরের বিবাহিত  জীবন। ওই সময় তিনি ধনশ্রীর সঙ্গে সম্পর্কে নিয়ে প্রতারণা করেছেন বলে নানা অভিযোগ শুনতে হয়।

আরও পড়ুন: Dhanashree Verma Hot Video: চাহালের সঙ্গে বিচ্ছেদের পর আরও 'সেক্সি লুক', ধনশ্রীর 'হট ভিডিয়ো' কাঁপুনি ধরাচ্ছে

ধনশ্রীর সঙ্গে ৫ বছরের সম্পর্কের শেষের ১, ২ বছর তাঁরা দুজনে একেবারে অন্য জগতে বসবাস করছিলেন। সম্পর্কের মাঝে বোঝাপড়াটাই যেন শেষ হয়ে যাচ্ছিল। একজন রেগে গেলে, অন্যজন তাঁকে বোঝার চেষ্টা করেন। তবে তাঁদের মাঝে বিচ্ছেদের আগে এসব কিছু ছিলই না। ধনশ্রী নিজের কেরিয়ার নিয়ে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েন। ফলে তাঁরা কোনওভাবে নিজেদের জন্য সময় বের করতে পারছিলেন না। এমনকী বিচ্ছেদের আগে অনেকেই তাঁকে 'প্রতারক' বলেও সম্মোধন করেছেন। তবে প্রত্যেকের নিজের মত করে বাঁচার অধিকার রয়েছে। 'তবে আমি কখনও প্রতারণা করিনি।' সম্পর্কে থেকে প্রতারণা করা, তার মধ্যে নেই বলে মন্তব্য করেন যুজবেন্দ্র চাহাল।

এসবের পাশাপাশি চাহাল আরও বলেন, ছোটবেলায় তিনি ২ বোনের সঙ্গে বড় হয়েছেন। তাই মহিলাদের সম্মান কীভাবে দিতে হয়, তা তাঁর অজানা নয়। তাই ধনশ্রীর সঙ্গে যখন তাঁর বিচ্ছেদ নিয়ে লেখালেখি হচ্ছিল, মানুষের মনে যা আসছিল, তাঁরা লিখে দিচ্ছিলেন। নিজের মত করে সাজিয়ে গুছিয়ে লিখছিলেন বলে মন্তব্য করেন চাহাল।

আত্মহত্যার চিন্তা 

তাঁদের বিচ্ছেদ নিয়ে যখন চূড়ান্ত চর্চা শুরু হয়, সেই সময় অবসাদ ভুগতে শুরু করেন চাহাল। না ঘুমিয়ে তাঁর বহু রাত কেটেছে। ফলে তাঁর মানসিক স্বাস্থ্য ভেঙে পড়তে শুরু করে। ওই সময় তাঁর মনে অনেকবার আত্মহত্যার চিন্তাভাবনাও (Suicidal Thoughts) ঘোরাফেরা করত বলে জানান চাহাল। মানসিক স্বাস্থ্য ভাল না থাকায়, তাঁর মনে আত্মহত্যার চিন্তা ঘুরে বেড়াত বলে মন্তব্য করেন ভারতীয় ক্রিকেট দলের এই পেসার।

মানসিক অবসাদ তাঁর এমন জায়গায় পৌঁছে যায়, অনেকবার তিনি ক্রিকেট ছেড়ে বেরিয়ে আসবেন বলেও মনে করেন। দিন, রাত মিলিয়ে ২ ঘণ্টাও তিনি ঘুমোতে পারতেন না। ফলে ক্রমশ তাঁর শরীর খারাপ হয়ে পড়তে শুরু করে বলে জানান যুজবেন্দ্র চাহাল।