Junior Hockey World Cup: ভারতে হকি এশিয়া কাপ (Asia Cup) খেলতে না আসার সিদ্ধান্তের কয়েক মাস পরে, পাকিস্তান এখন জুনিয়র হকি বিশ্বকাপ (Junior Hockey World Cup) থেকে সরে দাঁড়িয়েছে। এই বিশ্বকাপ আগামী ২৮ নভেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চেন্নাই ও মাদুরাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। আন্তর্জাতিক হকি ফেডারেশন (FIH) শুক্রবার, ২৪ অক্টোবর এই বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে পাকিস্তানের বিকল্প দল ঘোষণা করা হবে। ২৪ দলের জুনিয়র হকি বিশ্বকাপে পাকিস্তানকে ভারত, চিলি এবং সুইজারল্যান্ডের সঙ্গে এক গ্রুপে রাখা হয়েছে। এর আগে, বাংলাদেশ পাকিস্তানের স্থলাভিষিক্ত হয়ে এশিয়া কাপে খেলে। এবারের এশিয়া কাপ বিহারের রাজগিরে অনুষ্ঠিত হয়। রিপোর্টে বলা হয়েছে, দুই দেশের মধ্যকার টানাটানির মধ্যে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানের উভয় ইভেন্ট থেকে সরে যাওয়ার কারণ। India vs Pakistan Hockey Match: করমর্দন এড়িয়ে হাই ফাইভ, পহেলগাম হামলার পর হকিতে প্রথম ভারত বনাম পাকিস্তান ম্যাচের চমকপ্রদ ফল, হাত মেলালেন দুই দেশের খেলোয়াড়রা
ভারতে জুনিয়র বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান
🚨 Pakistan Team Withdraws From Men's Hockey Junior World Cup 2025 in Tamil Nadu, India pic.twitter.com/sFoCJWflJb
— The Khel India (@TheKhelIndia) October 24, 2025
গত ২২ এপ্রিল পহেলগাম সন্ত্রাসী হামলায় ২৬ জন সাধারণ নাগরিকের মৃত্যুর পর ভারত 'অপারেশন সিঁদুর'-এর মাধ্যমে জবাব দেয়। এরপর উত্তেজনা তীব্র হয় এবং দুই দেশের ক্রীড়া সম্পর্ক প্রভাবিত হয়। পাকিস্তান হকি ফেডারেশনের সভাপতি রানা মুজাহিদ জানিয়েছেন যে, এশিয়া কাপের সময় কিছু ঘটনা, যেমন ভারতীয় খেলোয়াড়রা তাদের পাকিস্তানি প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানানোর মুহূর্তের কথা জানিয়ে নিরাপত্তা উদ্বেগের কথা বলেছেন। যদিও ভারত সম্প্রতি পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রীড়া না খেললেও আন্তর্জাতিক বা বহুদেশীয় টুর্নামেন্টে অংশগ্রহণ করতে রাজি হয়েছে। এই উত্তেজনার মধ্যেও, আয়োজকরা প্রতিশ্রুতিবদ্ধ যে জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপ ২৮ নভেম্বর থেকে ২৮ ডিসেম্বর নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে, তবুও পাকিস্তান নাম প্রত্যাহার করেছে।