India vs Pakistan Hockey Match: পহেলগাম হামলা ও অপরাশেন সিঁদুরের পর হকির মাঠে ভারত-পাকিস্তানের প্রথম ম্য়াচটা বেশ উত্তেজনার হল। ক্রিকেটের মত হকিতেও দুই দেশের খেলোয়াড়রা করমর্দন করলেন না। ভারত ও পাকিস্তানের খেলোয়াড়রা করমর্দন এড়িয়ে 'হাই ফাইভ' দিলেন। এশিয়া কাপ ক্রিকেট, বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদব, হরমনপ্রীত সিংরা। মঙ্গলবার মালয়েশিয়ায় সুলতান অফ জোহর কাপে (2025 Sultan of Johor Cup) গ্রুপ লিগের ম্যাচে দুটো গোলে পিছিয়ে থেকেও, ভারত শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র করল পাকিস্তানের বিরুদ্ধে। ০-২ থেকে পিছিয়ে পড়ে দশ মিনিটের মধ্যে ভারত আবার ৩-২ গোলে এগিয়ও গিয়েছিল। খেলার শেষের মিনিট পাঁচেক আগে গোল করে ম্যাচ বাঁচায় পাকিস্তান।
ভারতের পক্ষে তিনটি গোল করেন আরাইজিত সিং হুন্ডাল, সৌরভ খুশহওয়া, ও মনমিত সিং
মালয়েশিয়ায় এদিন ম্যাচের ৫ মিনিটে পাকিস্তানকে এগিয়ে দিয়েছিলেন হান্নান শাহিদ। এরপর ৩৯ মিনিটে গোল করেন পাকিস্তানের সুফিয়ান খান। তারপর খেলা শেষের বাঁশি বাজার মিনিট পাঁচেক আগে গোল করে পাকিস্তানের পক্ষে খেলার ফল ৩-৩ করেন সুফিয়ান। ভারত ম্য়াচের ৪২ মিনিট পর্যন্ত দুগোলে পিছিয়ে ছিল। সেখান থেকে ১০ মিনিটের মধ্যে তিনটি গোল করে ভারত একটা সময় ৩-২ গোলে এগিয়ে ছিল। এরপর খেলার ৫৫ মিনিটে গোলশোধ করে সুফিয়ান। অনুর্ধ্ব ২১ যুবদের নিয়ে হওয়া এই টুর্নামেন্টে এবার মোট ৬টি দেশ খেলছে।
করমর্দন নয় হাই ফাইভ
মালয়েশিয়ায় এদিন ম্যাচের শুরুতে ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যে করমর্দন হয়নি, তবে উভয় দলের খেলোয়াড়রা হাই-ফাইভ এর মাধ্যমে সৌজন্য দেখিয়েছেন।
খেলা শুরুর আগে হাই ফাইভ দিলেন ভারত-পাকিস্তানের খেলোয়াড়রা
Indian 🇮🇳 and Pakistani 🇵🇰 players had a hand shake before the start of Sultan of Johor Cup Hockey Match 😮 pic.twitter.com/gWMutT6ote
— Richard Kettleborough (@RichKettle07) October 14, 2025
পয়েন্ট তালিকায় এখন ভারত দুইয়ে, পাকিস্তান সাতে
অনুর্ধ্ব ২১ যুবদের নিয়ে হওয়া এই টুর্নামেন্টে এবার মোট ৬টি দেশ খেলছে। রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে ৬টি দেশ একে অপরের সঙ্গে খেলছে। ৩ ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় গোলপার্থক্যে শীর্ষে অস্ট্রেলিয়া (৭ পয়েন্ট), দুইয়ে ভারত (৪), তিনে পাকিস্তান (৪ পয়েন্ট), চার, পাঁচ ও ছয়ে যথাক্রমে মালয়েশিয়া (৪ পয়েন্ট), গ্রেট ব্রিটেন (০) ও নিউ জিল্যান্ড (০)। লিগ তালিকায় প্রথম দুটি দল ফাইনালে খেলবে। ভারত আগামিকাল, বুধবার খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আর যুব টিম ইন্ডিয়ার লিগ পর্যায়ে শেষ ম্যাচ আয়োজক মালয়েশিয়ার বিরুদ্ধে, শুক্রবার। চলতি টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচে ভারত হারায় যথাক্রমে গ্রেট ব্রিটেন (৩-২) ও নিউ জিল্যান্ড (৪-২)কে। আর এদিন পাকিস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র হল।
দেখুন খবরটি
𝐀 𝐠𝐚𝐦𝐞 𝐟𝐮𝐥𝐥 𝐨𝐟 𝐭𝐰𝐢𝐬𝐭𝐬 𝐚𝐧𝐝 𝐭𝐮𝐫𝐧𝐬! 🔥
India bounce back from 0–1 down to share the spoils in a 3–3 thriller against Pakistan. 🇮🇳#HockeyIndia #IndiaKaGame pic.twitter.com/Yxd1KVSDTo
— Hockey India (@TheHockeyIndia) October 14, 2025
কদিন আগে এশিয়া কাপ খেলতে ভারতে আসেনি পাকিস্তান হকি দল
কদিন আগে বিহারের রাজগিরে হওয়া এশিয়া কাপ হকি খেলতে ভারতে আসেনি পাকিস্তান। তাই এশিয়া কাপ হকিতে ভারত বনাম পাকিস্তান হয়নি। তবে মালয়েশিয়ায় সুলতান জোহর কাপে এদিন মুখোমুখি হল দুই দল।