Aus vs Pak Test: সিডনি টেস্টে খেলছেন না আফ্রিদি, ইমাম
Shaheen Afridi. (Photo Credits: Twitter)

আগামিকাল, বুধবার থেকে সিডনিতে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ। পার্থের পর মেলবোর্নে জিতে অস্ট্রেলিয়া ইতিমধ্যেই সিরিজ পকেটে পুড়েছে। এবার হোয়াইট হওয়া শুরুতে নামছে পাকিস্তান। সিডনিতে পাকিস্তানের প্রথম একাদশে রাখা হলো না দলের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিকে। পাকিস্তান টিম ম্যানেজমেন্ট এর বক্তব্য আফ্রিদিকে সিডনিতে বিশ্রাম দেওয়া হলো।

সিডনিতে পাকিস্তানের তিন পেসার হিসেবে দেখা যাবে হাসান আলি, মির হামজা ও আমির জামালকে। ওপেনার হিসেবে আব্দুল শাফিকের সঙ্গে দেখা যাবে সায়েম আইয়ুবকে। সিডনিতেই টেস্ট ক্রিকেটে অভিষেক হবে আইউবের। বাদ পড়েছেন ওপেনার ইমামুল হক।

দেখুন সিডনি টেস্টে পাকিস্তানের প্রথম একাদশে কারা কারা আছেন

পার্থ টেস্টে হাফসেঞ্চুরি করলেও, অস্ট্রেলিয়ায় ইমামুল হককে সেভাবে ছন্দে পাওয়া যায়নি। একেবারেই ফর্মে নেই ইমামুল হক। এছাড়াও সিডনিতে খেলবেন অফ স্পিনার সাজিদ খান।