Bangladesh T20I Team (Photo Credit: Bangladesh Cricket/ X)

AFG vs BAN T20I Live Streaming: শারজায় আজ, রবিবার রাতে ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের ক্রিকেট দলের সামনে (Afghanistan vs Bangladesh 3rd T20 Match)। আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় নিশ্চিত হয়েছে আগেই এবার ৩-০ বা হোয়াইটওয়াশ করার সুযোগ জাকের আলীর দলের সামনে। আজ, রবিবার ভারতীয় সময় রাত ৮টা শারজায় টি-২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্য়াচে মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। চলতি সিরিজের প্রথম দুটি ম্য়াচে বাংলাদেশ জিতেছে যথাক্রমে ৪ ও ২ উইকেটে। চলতি সিরিজের গত কয়েক দিনের মধ্যে এশিয়া কাপের গ্রুপ লিগ সহ বাংলাদেশকে মোট তিনবার হারিয়েছে বাংলাদেশ।

এবার কি রশিদ খানের দলের বিরুদ্ধে ফের জিততে পারবে বাংলাদেশ? টি-২০ ক্রিকেটে খারাপ খেলার বদনামটা গত কয়েক দিন ঝেরে ফেলেছে বাংলাদেশ। এশিয়া কাপের গ্রুপ পর্বে আফগানিস্তান, সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারানোর পাশাপাশি ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে বেশ লড়াই করেছিলেন লিটন দাসরা। এরপর আরব মুলুকে রশিদ খানদের বিরুদ্ধে তিন ম্য়াচের টি-২০ সিরিজে নেমে দারুণ খেলছে বাংলাদেশ। যদিও চোটের কারণে খেলতে পারছেন না লিটন দাস। লিটনের পরিবর্তে আফগানদের বিরুদ্ধে সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন জাকের আলি।

কবে, কোথায় হবে বাংলাদেশ বনাম আফগানিস্তান তৃতীয় টি-২০ ম্যাচ?

বাংলাদেশ বনাম আফগানিস্তান টি-২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচটি আজ, রবিবার সংযুক্ত আরবআমিরশাহির শারজায় আয়োজিত হবে। সিরিজের প্রথম দুটি ম্য়াচও শারজাতেই হয়েছিল।

কখন থেকে শুরু হবে খেলাটি?

ভারতীয় সময় রাত ৮টা থেকে শুরু হবে খেলাটি

টিভিতে কোথায় দেখা যাবে খেলাটি?

ভারতে ইউরো স্পোর্টস চ্য়ানেলে সরাসরি সম্প্রচার করা হবে খেলাটি।

মোবাইল বা ট্যাবে অনলাইনে কোথায় দেখতে পাবেন খেলাটি?

ফ্য়ান কোড অ্যাপের মাধ্যমে দেখতে পাবেন ম্যাচটি।

Afghanistan vs Bangladesh 3rd T20 Live Cricket Streaming How to watch AFG vs BAN match today