Afghanistan Cricket team Announced for Asian Games 2023 (Photo Credit: ACB Media/ X)

ইংল্যান্ড, পাকিস্তানের পর এবার চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে দিল আফগানিস্তান। সোমবার পুণেতে শ্রীলঙ্কাকে অনায়াসে ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় জয়ের স্বাদ স্বাদ পেল আফগানরা। রশিদ খানের শততম ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কাকে ২৪১ রানে অল আউট করে, ২৮ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিল কাবুলিওয়ালার দেশের ক্রিকেটাররা। ৩৪ রানে ৪ উইকেট তুলে নিয়ে ম্য়াচের সেরা হলেন আফগান পেসার ফাজলহক ফারুকি। আফগানরা চলতি বিশ্বকাপে তাদের শেষ চারটি ম্যাচের মধ্যে তিনটিতে জয়ী হলেন।

রান তাড়া করতে নেমে দুরন্ত ব্য়াটিং করলেন আজমাতুল্লা ওমরঝাই (৭৩ অপরাজিত), অধিনায়ক হাসমাতুল্লা শাহিদি (৫৮ অপরাজিত) ও রহমত শাহ (৬২)। প্রথম ওভারেই শূন্য রানে আউট হয়ে যান তারকা আফগান ওপেনার রহমনুল্লা গুরবাজ। এরপর ইব্রাহিম জার্দান ও রহমত শাহ দ্বিতীয় উইকেটে ৭৩ রান যোগ করে দলকে নিশ্চিন্ত করেন। জার্দান (৩৯)-র আউটের পর আরও দুটি বড় পার্টনারশিপ সহজ জয় ছিনিয়ে নেন আফগানরা। ক দিন আগে চেন্নাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে ২৮১ রান তাড়া করতে নেমে আফগানরা যে অভিজ্ঞতা, ঠান্ডা মাথার পরিচয় দিয়েছিলেন, এদিন পুণেতে লঙ্কা ম্যাচেও তাই করলেন আফগানরা। আরও পড়ুন-ইডেনে নামার আগে বড় উইকেটের পতন পাকিস্তানের!

দেখুন সংক্ষিপ্ত স্কোরবোর্ড

এই বিশ্বকাপের আগে কখনও একটা বিশ্বকাপে একটার বেশী ম্যাচ জেতেনি আফগান-রা। সেখানে এবার গুরবাজ, রশিদ, মুজবিরা তিন তিনটে ম্যাচ জিতে ফেললেন। ৬টা ম্য়াচ খেলে তিনটিতে জয়, তিনটিতে হেরে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে উঠে এসে আফগানদের সেমিফাইনাল অসম্ভব দেখাচ্ছে না। আফগানদের পরবর্তী ম্যাচ শুক্রবার, লখনৌয়ে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। এরপর রশিদরা খেলবেন যথাক্রমে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

চলতি বিশ্বকাপে আফগানিস্তান

প্রথম ম্যাচ: বাংলাদেশের বিরুদ্ধে ৬ উইকেটে পরাজিত

দ্বিতীয় ম্যাচ: ভারতের বিরুদ্ধে ৮ উইকেটে পরাজিত

তৃতীয় ম্যাচ: ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৯ রানে জয়ী

চতুর্থ ম্যাচ: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ১৪৯ রানে পরাজিত

পঞ্চম ম্যাচ: পাকিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটে জয়ী (৬ বল বাকি থাকতে)

ষষ্ঠ ম্যাচ: শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭ উইকেটে জয়ী (২৮ বল বাকি থাকতে)