Rain in Melbourne. (Photo Credits: ICC/Twitter)

মেলবোর্ন, ২৮ অক্টোবর: টি-২০ বিশ্বকাপের রিমোট কন্ট্রোল এখন পুরোপুরি বরুণ দেবের হাতে। চলতি বিশ্বকাপের আরও একটা ম্যাচ পুরোপুরি ভেস্তে গেল বৃষ্টির কারণে। শুক্রবার মেলবোর্নে সুপার ১২-তে আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচে একটা বলও খেলা সম্ভব হল না। বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় দুটি দল একটি করে পয়েন্ট পেল।

দেখুন টুইট

এই নিয়ে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপ মোট ৩টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হল। ম্যাচ ভেস্তে যাওয়ায় দুটি দলই স্বভাবতই হতাশ। দক্ষিণ আফ্রিকা-জিম্বাবোয়ে, নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের পর বৃষ্টিতে ধুয়ে গেল আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ। মেলবোর্নে বৃষ্টির বেগ এতটাই ছিল যে ম্যাচ শুরু করার কোনও সম্ভবনাই ছিল না।

দেখুন টুইট

আফগানিস্তানের দুটি ম্যাচ ভেস্তে যাওয়ার পর, রশিদ খানরা তিনটি ম্যাচ খেলার পর পয়েন্ট এখন দুই। গ্রুপ অফ ডেথে এখন যে কেউ সেমিতে উঠতে পারে। নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড এখন তিন পয়েন্ট সংগ্রহ করে প্রথম দুটি স্থানে আছে। এই গ্রুপের বাকি চারটি দল- শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ২ পয়েন্টে দাঁড়িয়ে।