ভারতের তারকা গল্ফার অদিতি অশোকের (Aditi Ashok) বড় নজির। দেশের প্রথম মহিলা হিসেবে পেশাদার গল্ফে দুনিয়ার সেরা ৫০-এর মধ্যে ঢুকে পড়লেন অদিতি। পেশাদার গল্ফ ব়্যাঙ্কিংয়ে অদিতির ব়্যাঙ্ক এখন ৪৯। বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে এসেছেন বেঙ্গালুরুর ২৫ বছরের গল্ফার। গত বছরেও তাঁর ব়্য়াঙ্কিং ছিল ১৯৩। সেখান থেকে ধারাবাহিকভাবে খেলে একেবারে সুপার ফিফটিতে ঢুকে পড়লেন অদিতি। চলতি ম্যাজিক্যাল কেনিয়া লেডিস ওপেনে চ্যাম্পিয়ন হন তিনি।
টোকিও অলিম্পিক্সে অবিশ্বাস্য পারফরম্য়ান্স করে ঐতিহাসিক পদকের একেবারে কাছে পৌঁছে গিয়েছিলেন অদিতি। একটুর জন্য টোকিও অলিম্পিকে চতুর্থ হয়ে পদক হাতছাড়া হয়েছিল তাঁর। আরও পড়ুন-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন সস্ত্রীক রবীন্দ্র জাদেজা
দেখুন টুইট
Aditi Ashok creates HISTORY 🔥🔥🔥
Aditi became 1st ever Indian female golfer to enter Top 50 in World rankings.
➡️ Aditi moves up by 15 places & is currently at 49th spot.
➡️ She is currently leading the Race to Costa Del Sol, the Order of Merit for LET. @aditigolf pic.twitter.com/kj7lVsrtCk
— India_AllSports (@India_AllSports) May 16, 2023