এশিয়া কাপে লজ্জানক পারফরম্যান্সের পর পাকিস্তান ক্রিকেটে একের পর এক ধাক্কা। তারকা পেসার নাসিম শাহ চোট পেয়ে বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গিয়েছেন। এর মধ্য়ে আবার খবর তারকা স্পিনার শাদাব খনকে বাদ দিয়ে লেগ স্পিনার আবরার আহমেদকে ভারতে বিশ্বকাপ খেলাতে নিয়ে আসছে পাকিস্তান। নির্ধারিত সময়ে আইসিসি-র কাছে বিশ্বকাপের স্কোয়াড জমা দিলেও এখনও স্কোয়াড ঘোষণা করেনি পাকিস্তান এশিয়া কাপের সুপার ফোরে স্পিন সহায়ক পিচেও শাদাব কিছুই করতে পারেননি।
অধিনায়ক বাবর আজম প্রকাশ্যেই শাদাবের অফ ফর্ম নিয়ে মুখ খুলেছিলেন। স্পিনের পাশাপাশি শাদাবের ব্যাটের হাতটাও ভাল। কিন্তু বাবর বিশ্বকাপে জেনুইন উইকেটটেকার হিসেবে আবরারের পক্ষেই ভোট দিচ্ছেন।
দেখুন টুইট
Abrar Ahmed likely to replace Shadab Khan in the World Cup squad of Pakistan. (GeoNews). pic.twitter.com/OhToPqf7WS
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 19, 2023
দেশে ফিরে বাবরের বিরুদ্ধে পাল্টা মুখ খুলে শাদাব বলেন, তার অধিনায়কত্বে খেলতে তিনি মোটেও উপভোগ করছেন না। প্রসঙ্গত, এশিয়া থেকে শ্রীলঙ্কার কাছে হেরে বিদায়ের পর ড্রেসিংরুমে প্রকাশ্যে বাবর আজমের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তারকা পেসার শাহিন আফ্রিদি। সব মিলিয়ে বিশ্বকাপের আগে পাক ক্রিকেটে একরাশ হতাশা।