জুরিখ, ২২ জুন: অলিম্পিকের জনপ্রিয়তায় ছাপিয়ে 'গ্রেটেস্ট শো অন আর্থ'-এর তকমা পাওয়া ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2022) নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। গরমের কথা মাথায় রেখে জুনের পরিবর্তে কাতার বিশ্বকাপ ২০২২ শুরু হবে ২২ নভেম্বর থেকে, ফাইনাল ১৮ ডিসেম্বর। আয়োজকরা এই প্রথম জানালেন কাতার বিশ্বকাপে এখনও পর্যন্ত ঠিক কত স্টেডিয়াম টিকিট বিক্রি হয়েছে।
আয়োজকরা জানালেন, টুর্নামেন্ট শুরু হতে এখনও পাঁচ মাস বাকি, এর মধ্যেই প্রায় মোট ১২ লক্ষ স্টেডিয়াম টিকিট বিক্রি হয়ে গিয়েছে। যত সময় এগিয়ে আসছে চাহিদা আরও বাড়ছে। স্থানীয় সংবাদমাধ্যমে খবর, আয়োজক দেশ কাতারের গ্রুপের তিনটি ম্যাচের সব টিকিট অনেক আগেই বিক্রি হয়ে গিয়েছে। ফাইনাল, নক আউট ম্যাচের মত গ্রুপে ব্রাজিল, আর্জেন্টিনা ম্যাচের টিকিটের চাহিদাও আকাশছোঁয়া। আরও পড়ুন: ইংল্যান্ডের নেতৃত্বে বাটলার
দেখুন টুইট
#BREAKING About 1.2 million tickets sold for World Cup in Qatar, organisers say, putting figure on sales for first time #AFPSports pic.twitter.com/zm28DsZjwX
— AFP News Agency (@AFP) June 22, 2022
যেভাবে টিকিটের চাহিদা বাড়ছে তাতে এবার বিশ্বকাপের সব কটা ম্যাচেই দর্শকাসন পুরো ভর্তি থাকছে। কাতার বিশ্বকাপে মোট ৬৪টি ম্যাচ হবে। এই প্রথম কাতারে আয়োজিত হবে ফুটবল বিশ্বকাপ। ২০০২ সালে প্রথমবার এশিয়ায় আয়োজিত হয়েছিল ফিফা বিশ্বকাপ। ২০ বছর বাদে দ্বিতীয়বার এশিয়ায় আয়োজিত হচ্ছে ফিফা বিশ্বকাপ।
এর আগে কখনওই ফুটবল বিশ্বকাপের মূলপর্বের সব ম্যাচ হাউস ফুল হয়নি। ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপে স্টেডিয়ামে উপস্থিত মোট দর্শকসংখ্যার বিচারে সবচেয়ে বড় ছিল। কাতার ভেঙে দিতে পারে মেক্সিকোর সেই রেকর্ড।