আমস্টারডাম, ২২ জুন: নেদারল্যান্ডসের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজ থেকে চোট পেয়ে ছিটকে গেলেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান (Eion Morgan)। কুঁচকির চোটে কাবু মর্গ্যান চলতি ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন। তাঁর পরিবর্তে চলতি ওয়ানডে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন তারকা উইকেটকিপার-ব্যাটার জোস বাটলার (Jos Butler)। ৪৯৮ রান করে বিশ্বরেকর্ড গড়া সিরিজে ইংল্যান্ড ইতিমধ্যেই ২-০ জিতে নিয়েছে। আজকের ম্যাচটা ইংল্যান্ডের কাছে সিরিজ হোয়াইটওয়াশে জেতার। এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের নতুন অধিনায়ক জোস বাটলার।
আজ, বুধবার, ডাচদের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে-তে প্রথমবার দেশের অধিনায়ক হিসেবে নামলেন স্বপ্নের ফর্মে থাকা বাটলার। একেবারেই ফর্মে না থাকা মর্গ্যানের দলে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক মর্গ্যানের বিকল্প খোঁজা শুরু করেছেন ইংল্যান্ড ক্রিকেটের নির্বাচকরা। আরও পড়ুন: কোভিড আক্রান্ত কিংবদন্তি পাকিস্তানি ক্রিকেটার জহির আব্বাস, ভর্তি রয়েছেন লন্ডনের হাসপাতালে
দেখুন টুইট
Eoin Morgan will be missing the 3rd ODI against Netherlands due to tight groin. Jos Buttler will be the captain.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 22, 2022
একদিকে, যখন ইংল্যান্ড এখন ওয়ানডে-তে খেলছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে, তখন বেন স্টোকসের নেতৃত্বে দেশের মাটিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে খেলছে ইংল্যান্ড। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ২-০ এগিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছেন বেন স্টোকসরা।