Abhimanyu Mishra Becomes Youngest Grandmaster: ১২ বছরেই সেরার রেকর্ড, গ্রান্ড মাস্টারের খেতাব জয় অভিমন্যুর
অভিমন্যু মিশ্র, (Photo Credits: All India Radio News)

বুদাপেস্ট, ১ জুলাই: দাবায় বিশ্ব রেকর্ড গড়ে ফেলল ভারতীয় বংশোদ্ভূত ক্ষুদে প্রতিভা অভিমন্যু মিশ্র (Abhimanyu Mishra)৷ মাত্র ১২ বছর ৪ মাস ২৫ দিন বয়সেই দাবার তিনটি আইএম নর্ম সম্পূর্ণ করে গ্রান্ড মাস্টারের খেতাব জিতে নিয়েছে অভিমন্যু৷ বুধবার আমেরিকার লুকা ম্যান্ডোজাকে শেষ রাউন্ডে হারিয়ে সেরার শিরোপা জিতে নেয় সে৷ কালো ঘুঁটি নিয়ে ২৫০০ এলো রেটিংও সম্পূর্ণ করেছে৷ মার্কিন মুলুকের নিউজার্সিতে থাকে অভিমন্যুরা৷ দীর্ঘদিন ধরে তার পরিবার প্রবাসী৷ দাবা মহলে অভি নামে পরিচিত এই নাবালক রাশিয়ার সের্গেই কাজার্কিনের রেকর্ড ভেঙে দিয়েছে৷ সের্গেই কাজার্কিনের বয়স এখন ১৯ বছর৷ রেকর্ড হাতছাড়া হওয়ায় তিনি কার্যতই হতাশ৷ তবে একই সঙ্গে অভিমন্যু মিশ্রকে শুভেচ্ছা জানাতেও ভোলেননি৷   আরও পড়ুন-Covishield: কোভিশিল্ডে বিধি নিষেধ ইউরোপীয় ইউনিয়নের, কী বললেন আদার পুনাওয়ালা

এই প্রসঙ্গে কাজার্কিন বলেছেন, “বেশ কয়েক বছর ধরে শুনে আসছিলাম যে কোনও এক ভারতীয় আমার রেকর্ড ভেঙে দেবে৷ সেটা ঘটল, তবে দেরি করে ঘটায় বেশ স্বস্তি পেলাম৷ অভি দারুণ প্রতিভা ঠিক পথে এগোলে আরও অনেক বিস্ময় আমাদের জন্য অপেক্ষা করছে৷” বছর দুয়েক আগে দাবার কিংবদন্তী বিশ্বসেরা গ্যারি কাসপারভের সঙ্গে এই হাঙ্গেরিতেই অভির দেখা হয়৷ ক্ষুদে গ্রান্ড মাস্টার তখন একটি টুর্নামেন্টে খেলছিল৷ তা দেখে বিশ্বসেরা দাবাড়ু বলেছিলেন, এই ছেলে অনেকদূর যাবে৷ ২ বছরের মধ্যে সেই ভবিষ্যতবাণী ফলে গেল৷ তবে জিএম হয়ে বেশ নার্ভাস অভিমন্যু৷ তার সঙ্গে কথা বলতে এলেই সোজা বাবার দিকে দেখিয়ে দিচ্ছে৷