3rd edition of the Chennai Grand Masters Chess (Photo Credit: X@DDNewslive)

আজ থেকে চেন্নাইতে শুরু হওয়ার কথা ছিল চেন্নাই গ্র্যান্ড মাস্টার দাবা প্রতিযোগিতা (Chennai Grand Master Chess Tournament) র তৃতীয় সংস্করণ -এর। কিন্তু গতকাল (৫, অগস্ট মঙ্গলবার) রাতে হোটেল হায়াত রিজেন্সিতে অগ্নিকাণ্ডের পর চেন্নাই গ্র্যান্ড মাস্টার্স ২০২৫ দাবা টুর্নামেন্ট একদিনের জন্য স্থগিত করা হয়েছে। হোটেল সূত্রের খবর ইলেকট্রিক তারে আগুন লাগায় হোটেলটি ধোঁয়ায় ভরে যায়, যার ফলে পুরো হোটেলটি খালি হয়ে যায়। চেন্নাইয়ের দমকল বিভাগের একজন কর্মকর্তা  জানান এটি কোনও বড় সমস্যা ছিল না। আতঙ্কজনক কিছু ঘটেনি। আমরা পৌঁছানোর আগেই হোটেল কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছিলেন। এরপর মাস্টার্স এবং চ্যালেঞ্জার্স উভয় বিভাগের খেলোয়াড়দের ভোর ২টা থেকে ৩টার মধ্যে পার্শ্ববর্তী হোটেল পুলম্যানে স্থানান্তরিত করা হয়।

দেখুন ঘটনার সময়ের ভিডিও-

 

উল্লেখ্য এই প্রতিযোগিতায় দুটি রাউন্ড রবিন গ্রুপে মাস্টার্স ও চ্যালেঞ্জার্স বিভাগে খেলা হবে।মাস্টার্স বিভাগের প্রথম রাউন্ডে আমেরিকার আওন্ডার লিয়াং এর মুখোমুখি হবেন। অন্যদিকে, ভিদিত গুজরাথি ডাচ দাবাড়ু জরডেন ভ্যান ফরেস্টের বিরুদ্ধে খেলবেন।অন্যদিকে, চ্যালেঞ্জার্স বিভাগে দুজন ভারতীয় হারিকা দ্রোণাভাল্লি ও বৈশালী রমেশবাবু, একে ওপরের বিরুদ্ধে খেলবেন।