Jannik Sinner is the 1st player to beat Novak Djokovic at the Australian Open in 6 years. (Photo Credits: X)

অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open 2024) ইন্দ্রপতন। দীর্ঘ ৬ বছর, ২১৯৫ দিন বাদে বছরের প্রথম গ্র্যান্ডস্লাম- অস্ট্রেলিয়ান ওপেনে হারলেন টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচ (Novak Djokovic)। ১১তম অজি ওপেন জয়ের দু ধাপ আগে থামল সার্বিয়ান কিংবদন্তির এবারে অজি ওপেনের অভিযান। ২৫তম গ্র্যান্ডস্লাম জেতার অপেক্ষাটা আরও বাড়ছে ৩৬ বছরের জকোভিচের। শুক্রবার সেমিফাইনালে জকোভিচকে চার সেটের লড়াইয়ে ৬-১,৬-২, ৭-৮ (৮-৬), ৬-৩ হারালেন ইতালির জান্নিক সিনার (Jannik Sinner)। অজি ওপেনে নবম ব্যক্তি হিসেবে জকোভিচকে হারালেন সিনার। শেষবার অস্ট্রেলিয়ান ওপেনে নোভাক হেরেছিলেন, ২০১৮ অজি ওপেনের প্রি কোয়ার্টারে হিয়ং ছুংয়ের বিরুদ্ধে।

এরপর ২০১৯,২০২০, ২০২১,২০২৩-এর অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হন জকোভিচ। ২০২২ অজি ওপেনে জকোভিচকে খেলতে দেওয়া হয়নি করোনা টিকা নিয়ে তথ্য জানাতে না চাওয়ায়। জকোভিচ যে অস্ট্রেলিয়ান ওপেনে হার্ডকোর্টে হারতে পারেন, তা কেউ বিশ্বাস করতে পারেননি। সেটাই আজ করলেন সিনার। আরও পড়ুন-৫ উইকেটে ৬৪ থেকে ওয়েস্ট ইন্ডিজের ৩১১, ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে চাপে অজিরা

দেখুন খবরটি

রড লেভার এরিনায় এদিন প্রথম দুটি সেটে জকোভিচকে দাঁড়াতেই দেননি চার নম্বর বাছাই ইতালিয়ান তারকা। তৃতীয় সেটে ৬-৬ হওয়ার টাইব্রেকারে ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে, শেষের দিকে অনবদ্য খেলে খেলায় ফিরে আসার চেষ্টা করেছিলেন। কিন্তু চতুর্থ সেটে সিনার আর দাঁড়াতেই দেননি জকোভিচকে। অজি ওপেনে জকোভিচের একচ্ছত্র রাজ শেষ করে সিনার হাসি মুখে বললেন, সত্যি বলতে কী আমার এখনও বিশ্বাস হচ্ছে না, নোভাক এখানে হারতে পারে। আমি শুধু নিজের সেরাটা দিতে চেয়েছিলাম। সেই সেরাটা দিয়েই স্মরণীয় জয় পেলাম।"