ডেভিড বনাম গোলিয়াথের লড়াইয়ে আচমকা বড় চমক। ব্রিসবেনে দিন রানের টেস্ট জমে গেল। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩১১ রানের জবাবে ব্যাট করতে নেমে, অস্ট্রেলিয়া মাত্র ২৪ রানে ৪ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে গিয়েছে। ব্রিসবেনে গোলাপী বলে ক্যারিবিয়ান পেসার কেমার রোচের বিধ্বংসী স্পেলে ঝলসে যাচ্ছেন অজিরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দারুণ ব্যাটিং করল ওয়েস্ট ইন্ডিজের লোয়ার অর্ডার ব্যাটাররা। দিন রাতের টেস্টে প্রথম ইনিংসে প্রথমে ব্যাট করতে নেমে ৬৪ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল ক্যারিবিয়নরা। মিচেল কামিন্সদের আগুনে বোলিংয়ের সামনে তখন মনে হচ্ছিল দুর্বল ক্যারিবিয়ান ইনিংস ১০০ রানের মধ্যেই গুটিয়ে যাবে। কিন্তু সেখান থেকে অবিশ্বাস্য ব্যাটিং করে শক্তিশালী অজি বোলিংয়ের বিরুদ্ধে শেষ অবধি ওয়েস্ট ইন্ডিজ করল ৩১১ রান।
তার মধ্যে শেষ চার উইকেটে ক্যারিবিয়ানরা যোগ করলেন ৯৮ রান। ওয়েস্ট ইন্ডিজের দারুণভাবে ঘুরে দাঁড়ানোর পিছনে বড় অবাদন কাভেম হোজ (৭১), জোসুয়া ডা সিলভা (৭৯), কেভিন সিনক্লিয়ার (৫০) আলজারি জোসেফ (২২ বলে ৩২ রান)-এর। ক্যারিবিয়ানদের লোয়ার অর্ডার ভাঙতে অস্ট্রেলিয়ার মোট আটজন বল করলেন। ৮২ রান দিয়ে ৪ উইকেট নিলেন কামিন্স। জো হ্যাজেলউড ও ন্যাথন লিঁয় ২টি করে উইকেট নিলেন। জবাবে ব্যাট করতে নামা ওপেনার স্টিভ স্মিথ ফের ব্যর্থ হলেন।
দেখুন খবরটি
News from Brisbane Gabba.
After heroic win by India, Brisbane is no more threat for opposition.
West Indies Bowlers making it unforgettable test for Australia.
Steve Smith 6
Marnus Labuschagne 3
Cameron Green 8
Travis Head 0 (Golden Duck )
Australia 24-4 , Kemar Roach 3… pic.twitter.com/p7AxKFJZ0Q
— Satya Prakash (@Satya_Prakash08) January 26, 2024
ক্যারিবিয়ান অভিজ্ঞ পেসার কেমার রোচের বলে এলবি হলেন স্মিথ (৬)। এরপর তিনে ব্যাট করতে নেমে আউট হন মার্নাস লাবুশচানে (৩)। অজি ইনিংস এরপর তাসের ঘরের মত ভাঙতে শুরু করে। রোচ পরপর ফেরান ক্যামেরন গ্রিন (৮) ও ট্রাভিস হেড (০) -কে। ২৪ রানের মধ্যে টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে বড় চাপে অজিরা।