ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলের এক বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা। সোমবার সকালে ইয়াপেন দ্বীপপুঞ্জের পাহাড় ঘেরা দুর্গম অঞ্চলের এক ছোট রানওয়ে থেকে ছিটকে গিয়ে ত্রিগানা এয়ারের ATR-42 বিমানটি মাটিতে সজোরে ধাক্কা মারে। বিমানটিতে একটি শিশু, ৬জন ক্রু সহ মোট ৪২ জন যাত্রী ছিলেন। রানওয়েতে থেকে পিছলে ছিটকে পড়ায় বিমানটির ভিতরে বেশ জোরে নড়ে ওঠে। ফলে অনেকেই গুরুতর আহত হন। স্থামনীয় হাসপাতালে যাত্রীদের নিয়ে যাওয়া হয়েছে।
ইন্দোনেশিয়ায় দুর্গম অঞ্চলে বিমানবন্দরের সংখ্যা অনেক। কিন্তু যে অঞ্চলে এদিন বিমান দুর্ঘটনা হয়েছে, সেটি অত্যন্ত দুর্গম বলা চলে। সেখানে বেশীরভাগ সময়ই বৃষ্টি হয়। বিমানবন্দরের রানওয়ে তাই সব সময় সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না হলে পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে। পাহাড় ঘেরা এই বিমানবন্দরে বিমান টেক অফ ও অবতরণ করা বেশ কঠিন কাজ।
দেখুন ইন্দোনেশিয়ার পাপুয়ার বিমানবন্দরের রানওয়েতে পিছলে গেল বিমান
Several passengers were injured when an ATR-42-500 plane skidded off a runway in Indonesia. pic.twitter.com/y51lP8Pp8f
— TrueDispatch (@true_dispatch) September 9, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)