কাঠমাণ্ডু বিমানবন্দর (Kathmandu Airport) আবার চালু হচ্ছে। কাঠামাণ্ডু বিমানবন্দরে আবার নতুন করে আজ থেকে বিমান চলাচল শুরু হচ্ছে। নেপালের (Nepal Unrest) অসামরিক বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে এমনই জানানো হয়েছে। যাত্রীরা বিমান সংস্থাহুলির সঙ্গে যোগাযোগ করে নিজেদের তথ্য সংগ্রহ করুন। এমনই জানানো হল নেপালের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে। চলতি সপ্তাহে নেপালে জোরদার বিক্ষোভ শুরু হয়। জেন জ়ি-এর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা নেপাল।

বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি পদত্যাগ করতে বাধ্য হন। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ি যেমন জ্বালিয়ে দেওয়া হয় তেমনি তাঁর স্ত্রীকে জ্ব্যান্ত জ্বালিয়ে দেওয়ার খবর আসে। যা নিয়ে তোলপাড় হয়ে ওঠে আন্তর্জাতিক মহল।

উত্তাল নেপালে শেষ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় বিমান চলাচল। ফলে কাঠমাণ্ডু বিমানবন্দর থেকে সমস্ত বিমান বাতিল করে দেওয়া হয়। এবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই ফের কাঠমাণ্ডু বিমানবন্দর থেকে বিমান চলাচল চালু করা হচ্ছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: India-Nepal Border on Alert: ভারত-নেপাল সীমান্তে সতর্কতা জারি, কড়া নজরদারি চালাচ্ছে ভারতীয় নিরাপত্তা বাহিনী

দেখুন কাঠমাণ্ডু বিমানবন্দরে ফের চালু হল উড়ান পরিষেবা...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)