অনাহারে (Mass Starvation)মারা যেতে শুরু করেছেন গাজ়ার (Gaza) মানুষ। ইজরায়েলি (Israel) হামলায় গাজ়া যখন ধুঁকছে, সেই সময় অনাকার কামড় বসাতে শুরু করেছে প্যালেস্তাইনের (Palestine) এই ভূখণ্ডে। যার জেরে গাজ়ায় গণ দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ইজরায়েলি হামলায় যেমন গাজ়ায় বাড়ি ঘর ভেঙে পড়তে শুরু করেছে তেমনি মানুষের মুখের খাবারও যেন কেড়ে নেওয়া হচ্ছে। ফলে গাজ়ায় গণ দুর্ভিক্ষ দেখা দিচ্ছে বলে সতর্ক করেছে ১০০টিরও বেশি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে। গাজ়়ায় যেভাবে সাহায্যকারী ট্রাক লক্ষ্য করে হামলা করছে ইজরায়েল, তার জেরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। সাহায্যকারী ট্রাকগুলি থেকে যখন খাবার বিতরণ করা হচ্ছে, সেখানে বোমা মারলে যেমন সব খাবার নষ্ট হচ্ছে, তেমনি নীরিহ মানুষও মৃত্যুর কোলে ঢলে পড়তে শুরু করেছেন। সবকিছু মিলিয়ে গাজ়ার অবস্থা ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করেছে। ফলে মানুষ নোংরা থেকে খাবার তুলে খেতে শুরু করেছেন। এমন ছবিও উঠে আসছে। যেখানে গাজ়ায় মানুষ নোংরা ফেলার জায়গা থেকে খাবার তুলে খাচ্ছেন। এমন ছবি দেখে মন খারাপ হয়ে যায় প্রায় গোটা বিশ্বের।
দেখুন গাজ়ায় কেমন নোংরা থেকে খাবার তুলে খাচ্ছে মানুষ...
Starvation in Gaza has reached critical levels. With no food left in markets and aid still blocked, people are now eating from trash in the streets. This is the outcome of a deliberate Israeli policy of forced hunger, as much of the world watches in silence. pic.twitter.com/pGxFSj8Nfp
— Quds News Network (@QudsNen) July 19, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)