নাসারুল্লা পরবর্তী যুগে হিজবুল্লার আসনে এবার নায়েম কাসেম। গত ২৭ সেপ্টেম্বর ইজরায়েলের আকাশ পথে হামলায় নিহত হন লেবাননের সংগঠন হিজবুল্লা-র প্রধান হাসান নাসারুল্লা। সংগঠনের প্রধানকে হারিয়ে কটা দিন দিশেহারা থাকার পর, আবার নিজেদের গুছিয়ে নিচ্ছে হিজবুল্লা। মাসখানেক পর নাসারুল্লা-র উত্তরসূরি হিসেবে নায়েম কাসেম-কে বেছে নিল লেবাননের এই সংগঠন (ইজরায়েল, আমেরিকা, ইউরোপের বেশীরভাগ দেশের দাবি জঙ্গী সংগঠন)।

দীর্ঘ বেশ কয়েক বছর নাসারুল্লার ছায়াসঙ্গী হিসেবে কাজ করেছেন নায়েম কাসেম। এতদিন ডেপুটি প্রধান হিসেবে থাকা নায়েম কাসেমকে মনে করা হয় সংগঠনের মধ্যে সবচেয়ে কট্টর নেতা হিসেবে। নাসারুল্লা-র চেয়ে নায়েম অনেক বেশী আক্রমণাত্মক। তাই এবার ইজরায়েলের ওপর হামলার বহর হিজবুল্লা আরও বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

হিজবুল্লা-র সিংহাসনবে এবার নায়েম কাসেম

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)