ঘরের মধ্যে ডিনার করার পরিকল্পনা করছিলেন এক দম্পতি। সঙ্গে ছিল তিন পোষ্য। আচমকাই ড্রইংরুমের দেওয়াল ভেদ করে ঘরে ঢুকে পড়ল একটি গাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ওই দম্পতি ও তাঁর পোষ্যরা। ঘটনাটি ঘটেছে আমেরিকার আরিযোনা (Arizona) শহরের ফিনিক্স এলাকায়। জানা যাচ্ছে, গত সোমবার রাতে ১৮ বছর বয়সী সারবিনা রিভেরা নামক এক যুবতী মদ্যপ গাড়ির মধ্যে ডোনাট খাচ্ছিলেন। সেই সময় আচমকাই গাড়ির গিয়ার ও এক্লিলেটরে চাপ পড়তেই চলতে শুরু করে। আর তারপরেই নিয়ন্ত্রণ হারিয়ে ওই দম্পতির ঘরে গাড়ি ঢুকিয়ে দেয়। এই ঘটনায় দুজন এবং তাঁর পোষ্যদের কোনও চোট লাগেনি। অন্যদিকে গাড়ির চালক ওই যুবতী গুরুতর আহত হয়েছেন বলে খবর। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।
NEW: Suspected drunk driver plows his Ford Mustang into an Arizona couple's living room as they were getting ready to eat dinner.
The incident happened in Phoenix, Arizona.
According to Sabrina Rivera, an 18-year-old was doing donuts in the street in front of their home when he… pic.twitter.com/OO2FZggA2S
— Collin Rugg (@CollinRugg) September 2, 2024
(SocialLY brings you all the latest breaking news, viral trends and information from social media world, including Twitter, Instagram and Youtube. The above post is embeded directly from the user's social media account and LatestLY Staff may not have modified or edited the content body. The views and facts appearing in the social media post do not reflect the opinions of LatestLY, also LatestLY does not assume any responsibility or liability for the same.)