বাজারে এল ট্রাম্প সুগন্ধী (Trump Fragrances)। অর্থাৎ এবার আপনি মার্কিন প্রেসিডেন্ট যে সুগন্ধী ব্যবহার করে, তা নিজের ঘরে নিয়ে আসতে পারেন। তা ব্যবহারও করতে পারেন। ট্রাম্প সুগন্ধীকে বাজারে নিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। যার নাম দিয়েছেন 'ভিকট্রি ৪৫-৪৭'। পুরুষ এবং মহিলা, দুই শ্রেণির মানুষের জন্যই ট্রাম্প সুগন্ধী প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। ২০২৫ সালে ডোনাল্ড ট্রাম্প যে জয় পেয়ে মার্কিন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেv, তার স্বাক্ষর স্বরূপ এই ভিকট্রি ৪৫-৪৭ এর অবতারণা করা হয়েছে বলে তিনি জানান। পুরুষদের জন্য কোলন এবং মহিলাদের জন্য সুগন্ধী তৈরি করা হয়েছে ভিকট্রি ৪৫-৪৭ এ। ফলে ট্রাম্পের বিজয়কে উদযাপন করতেই এই নয়া পণ্য বাজারে আসছে বলে জানানো হয় মার্কিন প্রেসিডেন্টের তরফে।
বাজারে এল বিশেষ ট্রাম্প সুগন্ধী....
JUST IN - Trump announces 'Trump Fragrances' for men and women pic.twitter.com/uiaE1eZ5Qj
— Insider Paper (@TheInsiderPaper) July 1, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)