ওভারহেড বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি, যার জেরে রবিবার সকালে দীর্ঘক্ষণ ফারাক্কা ব্যারেজের উপরে আটকে পড়ল মালদা থেকে নিউ ফরাক্কা হয়ে আজিমগঞ্জগামী প্যাসেঞ্জার ট্রেন। ঘটনা সামনে আসায় উদ্বেগ ছড়ায় যাত্রীদের মধ্যে। রেলদফতরের কর্মী, RPF (রেলওয়ে সুরক্ষা বাহিনী) এর প্রচেষ্টায় কয়েক ঘণ্টা পরে ট্রেনটি ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।
রেল সূত্রের খবর রবিবার সকাল আটটা নাগাদ আটকে পড়ে যাত্রীবাহী ট্রেনটি। এর ফলে উদ্বিগ্ন হয়ে পড়েন যাত্রীরা। দীর্ঘক্ষণ অপেক্ষার পরে ট্রেন চালু না হওয়ায় কয়েকজন যাত্রীকে নেমে লাইন ধরে হাঁটা দিতে দেখা যায়। মাঝ পথে ট্রেন দাঁড়িয়ে পড়ার প্রভাব পড়ে ওই লাইনে সামগ্রিক পরিষেবায়। কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের পদস্থ কর্মকর্তারা। দৌড়ে আসেন আরপিএফ আধিকারিকরাও। ছিঁড়ে পড়া তার দ্রুত সরানোর ব্যবস্থা করা হয়। দীর্ঘক্ষণ পরে ফের গড়ায় রেলের চাকা।
ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি। ফরাক্কা ব্য়ারেজের উপর দাঁড়িয়ে ট্রেন। আটকে যাত্রীবাহী মালদহ আজিমগঞ্জ ট্রেন । ট্রেন আটকে সমস্যায় যাত্রীরা। ঘটনাস্থলে রেলদফতরের কর্মী, RPF। চলছে ওভারহেড তার সারানোর কাজ। ট্রেন চলাচল ব্যহত হওয়ার আশঙ্কা
🔴 প্রতি ঘণ্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ডে সব… pic.twitter.com/BiOzeimyUg
— Republic Bangla (@BanglaRepublic) August 24, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)