চলন্ত ট্রেন (Train) থেকে ধাক্কা দিয়ে বাইরে বের করার চেষ্টা। যে কোনওভাবে লাগেজ-সহ ট্রেন থেকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়ার চেষ্টা চলে এক যুবককে। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যেখানে এক যুবককে এসি কোচ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন আরপিএফের এক কনস্টেবল। ওই যুবক বার বার 'সরি স্যার, সরি স্য়ার' বলা সত্ত্বেও তাঁকে রেয়াত করা হয়নি।
ওই যুবককে বার বার ট্রেন থেকে বাইরে বের করে দেওয়ার চেষ্টা চলে। কোন ট্রেন বা জায়গাটি ঠিক কোথায়, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে এক্স হ্যান্ডেলের এক ইউজ়ারের তরফে ওই ভিডিয়ো পোস্ট করা হয়। যে ভিডিয়ো ভাইরাল হতেই শেষ পর্যন্ত মুখ খোলা হয় আরপিএফের (RPF Official) তরফে।
আরপিএফের সংশ্লিষ্ট কনস্টেবল কেন ওই ধরনের ব্যবহার এক যাত্রীর সঙ্গে করছেন, তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়। পাশাপাশি গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে বলেও আরপিএফের তরফ জানানো হয়েছে।
দেখুন সেই ভিডিয়ো যেখানে এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন আরপিএফের এক কনস্টেবল...
दिल दहला देने वाला वीडियो! भारतीय पुलिस ने निर्दोष शख्स को ट्रेन से बाहर फेंकने की कोशिश @CMOfficeUP @RailMinIndia @RahulGandhi @timesofindia @htTweets @rpbreakingnews pic.twitter.com/cZalJU1LLp
— Nehal (@nehal076) August 19, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)