মদ্যপান করে গাড়ি চালানোর ফল (Drunk Rickshaw Driver) যে কতটা মারাত্মক হতে পারে, তা এই ভিডিয়ো না দেখলে বিশ্বাস হবে না। মহারাষ্ট্রের (Maharashtra) সাতারা থেকে এমনই একটি ভিডিয়ো (Viral Video) এবার উঠে এল।
যে ভিডিয়োতে দেখা যাচ্ছে, সাতারের একটি বাজার যখন জনসমাগমে ভরে উঠেছে, সেই সময় বেগতিক চালে ছুটতে শুরু করে একটি অটো রিক্সা (Auto)। ভাল করে লক্ষ্য করলে দেখা যাবে, ওই অটো রিক্সার পিছনে একজন রয়েছেন।
জানা যায়, সাতারার (Satara) ওই অটো রিক্সার চালক আকণ্ঠ মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন। সেই সময় তিনি হঠাৎ করে একটি মোটরবাইকে ধাক্কা দেন। এরপর মোটরবাইকের সঙ্গে এক মহিলা পুলিশ কর্মীকে (Police) টেনে নিয়ে ছুটে যান।
ওই অটো রিক্সার সঙ্গে প্রায় ২০০ মিটার পর্যন্ত চলে যান ওই মহিলা পুলিশ কর্মী। টেনে হিঁচড়ে তাঁকে অটোর পিছনে করে নিয়ে যান ওই চালক।
ভরা বাজারে যখন ওই ছবি দেখা যায়, মানুষ তাজ্জব হয়ে যান। কীভাবে ওই অটো চালক কোনওদিকে খেয়াল না করে, মহিলা পুলিশ কর্মীকে রাস্তার উপর দিয়ে টেনে নিয়ে যায়, তা নিয়ে শুরু হয় জোর চর্চা। সেই সঙ্গে সাতারার ওই ভয়ঙ্কর ভিডিয়োটিও ভাইরাল হয়ে যায় হু হু করে।
দেখুন আকণ্ঠ মদ্যপান করে অটো চালিয়ে পুলিশ কর্মীকে টেনে নিয়ে গেলেন চালক...
सातारा: दारूच्या नशेत असलेल्या रिक्षाचालकाने दुचाकी गाड्यांना उडवून महिला पोलिसाला नेले 200 मीटर फरफटत, साताऱ्यातील धक्कादायक घटना pic.twitter.com/MsIuFqzUHc
— News18Lokmat (@News18lokmat) August 18, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)