উত্তরবঙ্গের (North Bengal Flood) উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী (Mamata Bnaerjee)। সোমবার উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার আগে কলকাতায় (Kolkata) সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দর থেকে উড়ে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গের বন্যা 'ম্যান-মেড'। অর্থাৎ উত্তরবঙ্গে ইচ্ছাকৃতভাবে বন্যা তৈরি করা হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।
এসবের পাশাপাশি উত্তরবঙ্গের বন্যায় ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যে ২৩ জন মারা গিয়েছেন, তাঁদের মধ্যে ১৮ জন দার্জিলিং, মিরিক এবং কালিম্পংয়ের। অন্যদিকে নাগরাকাটাতেও ৫ জনের মৃত্যু হয়েছে বলে রাজ্য সরকারের কাছে অফিসিয়াল রিপোর্ট রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
সেই সঙ্গে বন্যা এবং ধস বিধ্বস্ত এলাকা থেকে মানুষকে ফেরাতে রাজ্য সরকার বাসের ব্যবস্থা করেছে। বন্য়া-বিধ্বস্ত উত্তরবঙ্গ থেকে পর্যটকদের ফেরাতে ৪৫টি বাসের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
উত্তরবঙ্গের বন্যা নিয়ে বড় কথা জানালেন মুখ্যমন্ত্রী...
North Bengal floods man-made, claims CM Mamata Banerjee at Kolkata airport before leaving for Bagdogra
— Press Trust of India (@PTI_News) October 6, 2025
শুনুন মুখ্যমন্ত্রী কী বললেন...
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)