কলকাতা, ৬ অক্টোবর: উত্তরবঙ্গের (North Bengal Flood) পরিস্থিতি অত্যন্ত খারাপ। দুর্গা পুজো শেষ হতে না হতেই উত্তরবঙ্গ ভাঙতে শুরু করেছে। তিস্তা যেমন ফুঁসছে একটানা বৃষ্টিতে, তেমনি তোর্সাও ফুলে ফেঁপে উঠতে শুরু করেছে। ফলে ভেঙেচুরে পড়তে শুরু করেছে দার্জিলিং, মিরিক-সহ একাধিক এলাকা। উত্তরবঙ্গের পরিস্থিতি যখন ভয়াবহ সেই সময় মুখ্যমন্ত্রী কেন কলকাতায় দুর্গা পুজো কার্নিভাল বন্ধ করলেন না বা তিনি কেন উত্তরবঙ্গের জন্য রবিবারই পদক্ষেপ করলেন না, তা নিয়ে বহু প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যের বিরোধী দলগুলি উত্তরবঙ্গের বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুলছে। তার মাঝেই সোমবার উত্তরবঙ্গ সফরে রওনা দিলেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, উত্তরবঙ্গে বন্যা এবং ধসে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, তার জেরে এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতদের পরিবারের একজনকে হোম গার্ডের চাকরি দেওয়া হবে, সেই সঙ্গে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ রাজ্য সরকার দেবে। উত্তরবঙ্গ সফরের আগে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।
উত্তরবঙ্গে এখনও ২৩ জনের মৃত্যু হয়েছে, ঘোষণা মুখ্যমন্ত্রীর...
We have reports of 23 deaths in North Bengal floods so far: CM Mamata Banerjee
— Press Trust of India (@PTI_News) October 6, 2025
এদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি এবং তাতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সমালোচনায় মুখর হলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, প্রাকৃতিক বিপর্যয় হলে, তাকে থামানোর কারও ক্ষমতা নেই। তবে প্রাকৃতিক বিপর্যয় হয়ে গেলে, সেখানকার উদ্ধার কাজে রাজ্য সরকার কী ব্যবস্থা নিয়েছে, কোন পদক্ষেপ করেছে, তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির রাজ্য সভাপতি।
শমীর ভট্টাচার্য বলেন, উত্তরবঙ্গের উদ্ধার কাজে কাজ করছে জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী বাহিনী। প্রধানমন্ত্রী পর্ত্যেক মুহূর্তের খবর নিচ্ছেন। বিজেপির সাংসদ, বিধায়করা খবর নিচ্ছেন উত্তরবঙ্গের। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও সিকিমের সঙ্গে সমানে যোগাযোগ করছেন। বিপর্যয়ের পরিস্থিতির খোঁজ, খবর করছেন বলে জানান শমীক ভট্টাচার্য।
শুনুন বিজেপির রাজ্য সভাপতি কী বলেলন..
VIDEO | Siliguri: West Bengal BJP president Samik Bhattacharya says, "Mamata government has failed miserably during the natural calamities that hit North Bengal. Our party workers and MPs are continuously working on the ground to help people in this time of tragedy."#WestBengal… pic.twitter.com/v6wjM45xDv
— Press Trust of India (@PTI_News) October 6, 2025