অসুস্থ অবস্থায় শিলিগুড়ির হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি সাংসদ খগেন মুর্মু। বুধবার সকালে হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখে করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার (MP Dr. Sukanta Majumdar)। খগেন মুর্মুর (Sukanta Meets BJP MP Khagen Murmu) শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

 শিলিগুড়ি হাসপাতালে খগেন মুর্মুকে দেখতে এলেন সুকান্ত

গত ৬ অক্টোবর ডুয়ার্স অঞ্চলে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের সময় মুর্মুর উপর স্থানীয় কিছু দুষ্কৃতী হামলা চালায়। যার ফলে তিনি মাথায় গুরুতর আঘাত পান, রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মুর্মুর পাশাপাশি পশ্চিমবঙ্গের বিধায়ক শঙ্কর ঘোষ ও আক্রান্ত হন। আজ হাসপাতালে গিয়ে চিকিৎসকদের কাছ থেকে তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন সুকান্ত মজুমদার। আক্রান্ত বিজেপি সাংসদ এবং বিধায়ককে দেখে বেরিয়ে তিনি বলেন, রাজ্যে আইনের শাসন নেই। তৃণমূলের দুষ্কৃতীরা মুখ্যমন্ত্রীর ইশারায় এই সমস্ত হামলার ঘটনা ঘটাচ্ছে। এখনো দুষ্কৃতিরা গ্রেফতার হয়নি। মুখ্যমন্ত্রী এটাকেও ছোট ঘটনা বলে চালিয়ে দিচ্ছেন। নির্দিষ্ট আট জনের নামে লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরেও পুলিশ কোন ব্যবস্থা নেই নি বলেই অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী। অন্যদিকে বিজেপির কর্মীদেরকে সুকান্ত মজুমদার নির্দেশ দেন অভিযুক্তদের ছবি পোস্টার করে সেটে দিতে হবে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় জনতা বিজেপিকে খবর দিলে বিজেপি নেতারা বুঝে নেবে তাদের কি করতে হবে। অর্থাৎ মারকে বদলা মারের পথেই বিজেপি।

আক্রান্ত সংসদ এবং বিধায়ক কে দেখে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেন কেন্দ্রীয় মন্ত্রী।

জলপাইগুড়ি সদরের মন্ডল ঘাট এলাকা,জলপাইগুড়ির ময়নাগুড়ি, রামসাই আমগুড়ি এলাকার ত্রাণ শিবির এবং ধুপগুড়ির খুরসামারি এলাকায় ত্রান সামগ্রী বিতরণ করতে যান কেন্দ্রীয় মন্ত্রী। এরপর বুধবার বিকেলে জলপাইগুড়ি বিজেপি কার্যালয়ে বিজেপির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মন্ত্রীর।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)