গত রবিবার একটি সুপরিচিত হ্যাকিং ফোরামে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি রেন্টাল কার জায়ান্ট ইউরোপকারের কাছ থেকে চুরি করা ডেটার একটি লম্বা তালিকা তাঁর কাছে আছে বলে দাবি করে বিজ্ঞাপন দিয়েছেন। ৪৮ মিলিয়নেরও বেশি ইউরোপকার গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সে চুরি করেছে বলে দাবি করেছে ওই ব্যক্তি, শুধু তাই নয় হ্যাক করা ডেটা বিক্রি করার জন্য সে অফার ও দিয়েছে। তবে ইউরোপকারের মতে ওই তালিকা সম্ভবত চ্যাট জিপিটি (ChatGPT) দিয়ে তৈরি করা হয়েছে, ।
ইউরোপকারের মুখপাত্র ভিনসেন্ট ভেভাউড টেকক্রাঞ্চকে বলেছেন -যে ফোরামের বিজ্ঞাপনে হুমকি আসতেই তাতে সতর্ক হয়ে সংস্থাটি অভিযুক্তের বিরুদ্ধে আইন লঙ্ঘনের তদন্ত শুরু করেছে।
হ্যাকিং ফোরাম এর ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি অনলাইন চ্যাটে টেকক্রাঞ্চকে বলেছেন যে "ডেটাটি আসল' এমনকি পোস্টে ব্যবহারকারী দাবি করেছেন যে ডেটাতে ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড, পুরো নাম, বাড়ির ঠিকানা, জিপ কোড, জন্ম তারিখ, পাসপোর্ট নম্বর এবং ড্রাইভার লাইসেন্স নম্বর সহ অন্যান্য ডেটা অন্তর্ভুক্ত রয়েছে।
Hackers Likely Use ChatGPT To Promote Fake Data Breach From Rental Car Giant Europcar, Claim To Have Stolen Personal Information of Nearly 48 Million Customers #Hackers #Cybersecurity #DataBeach #Cybersecurity #CybersecurityNews #ChatGPT https://t.co/8lcsWZv2sZ
— LatestLY (@latestly) February 1, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)