Harry Brook: লিডস টেস্টের তৃতীয় দিনে দাপটের সঙ্গে খেলছিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার হ্যারি ব্রুক। উইকেটের উল্টোপ্রান্তে পরপর উইকেট পড়লেও ব্রুক কখনই দলের রানের ছন্দপতন হতে দেননি। তবে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট সেঞ্চুরি করার ঠিক আগে আউট হয়ে গেলেন ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক। ব্যক্তিগত ৯৯ রানে ব্যাট করার সময় প্রসিধ কৃষ্ণার বলটা ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে খেলে শার্দুল ঠাকুরের হাতে ধরা পড়ে গেলেন ব্রুক। ১১টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি হাঁকানো ব্রুকের আফশোসের ৯৯-র ইনিংসটা ছিল দেখার মত।

তবে লিডসে তিনি তিনবার নিশ্চিত আউট হতে হতে বেঁচে গিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত তাঁর নবম টেস্টে সেঞ্চুরিটা পেলেন না ২৬ বছরের ইংল্যান্ডের এই তারকা ব্যাটার। ১৯৯৩ সালের অ্যাসেজ সিরিজে এই লিডসেই ৯৯ রানে আউট হয়ে গিয়েছিলেন ইংল্যান্ডের ব্যাটার মাইক আর্থারটন।

দেখুন কীভাবে আউট হলেন ব্রুক

কেরিয়ারের নবম সেঞ্চুরিটা এক রানের জন্য হাতছাড়া করলেন ব্রুক

যেভাবে আউট ব্রুক

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)