Jasprit Bumrah: লিডস টেস্টে ইংল্যান্ডের ব্যাটারদের একা লড়ছেন ভারতের তারকা পেসার জশপ্রীত বুমরা। ওয়ান ম্যান আর্মির মতই লিডসে আগুন ঝরাচ্ছেন বুমরা। ইনিংসের প্রথম ওভারেই ব্রিটিশ ওপেনার জ্যাক ক্রাউলি আউট করেন বুমরা। এরপর উইকেটে একেবারে সেট হয়ে যাওয়া ওপেনার বেন ডাকেট (৬২)-কে ক্লিন বোল্ড করে দেন গুজরাটের তারকা পেসার। এই উইকেটটি নিয়ে টেস্ট 'SENA' -মানে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া- ক্রিকেট বিশ্বের সবচেয়ে শক্তিশালী চার দেশের বিরুদ্ধে একটা বড় নজির গড়লেন বুমরা। পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার ওয়াসিম আক্রামের রেকর্ড ভেঙে সেনা দেশগুলির বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে এশিয়ান বোলার হিসেবে সবচেয়ে বেশি উইকেট শিকার করা হয়ে গেল বুমরার। SENA দেশগুলির বিরুদ্ধে টেস্টে বুমরার ১৪৭টি উইকেট নেওয়া হয়ে গেল (লিডসে ডাকেটকে আউট করার পর)। যেখানে তাঁর পুরো কেরিয়ারে পাকিস্তানের ওয়াসিম আক্রাম এই চারটি শক্তিধর দেশের বিরুদ্ধে টেস্টে ১৪৬টি উইকেট পান।
প্রসঙ্গত, ৪৬টি টেস্টে খেলতে এখনও পর্যন্ত বুমরা-র ২০৫টি উইকেট নেওয়া হয়ে গিয়েছে। ১৩ বার টেস্টে ৫ উইকেট নিয়েছেন তিনি।
বুমরার নজির
🚨 JASPRIT BUMRAH OVER-TAKES WASIM AKRAM 🚨
- Jasprit Bumrah has most wickets by an Asian Bowler in SENA Test History 🐐 pic.twitter.com/BoVGpsph8H
— Johns. (@CricCrazyJohns) June 21, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)