আজ ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2024-25) ম্যাচে ব্যাঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান সুপারজায়ান্ট। সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। এখনও অবধি দুই দলই ১৭ টি করে ম্যাচ খেলেছে। মোহনবাগান ৩৭ পয়েন্ট সংগ্রহ করে লিগ তালিকায় শীর্ষে রয়েছে ,অন্যদিকে ব্যাঙ্গালুরু ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।এখনও পর্যন্ত ১৭টি ম্যাচের মধ্যে মাত্র দু’টিতে হেরেছে মোহনবাগান। যার মধ্যে লিগের শুরুর দিকে এই বেঙ্গালুরু এফসি-র কাছেই তিন গোলে হেরেছিল সবুজ-মেরুন শিবির। একইসঙ্গে গত কয়েকটি ম্যাচে মোহনবাগানের বেশ কিছু ভুল চিন্তায় রাখছেন মোলিনাকে।জামশেদপুর আর গোয়ার বিরুদ্ধে ম্যাচে ড্র চাপে ফেলে দিয়েছে মোহনবাগানকে। এই অবস্থায় সোমবার যুবভারতীতে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জিততে চাইবে মোহনবাগান।
📷 MATCH DAY 📷
📷 :- ISL- @IndSuperLeague 2024-25@mohunbagansg 📷 @bengalurufc
📷 :- 27/01/2025
📷:- 7:30 Pm
📷:- VENUE: - Vivekananda Yuba Bharati Krirangan (VYBK)
📷 :- LIVE TELECAST ON: Sports 18 & Star Sports 3
📷 :- LIVE STREAMING ON: @JioCinema pic.twitter.com/P1sSt9UOJq
— Mohun bagan Forum - Born to rule (@Mohunbagan5) January 27, 2025
গতকাল আইএসএল ফুটবলে মুম্বইয়ের ফুটবল এরিনায় মুম্বই সিটি এফ সি ৩-০ গোলে মহামেডান স্পোর্টিং কে হারিয়ে দিয়েছে।প্রথমার্ধ সহ ৭০মিনিট দুরন্ত লড়াই করেও ডিফেন্সের ভুলে মাত্র ১০ মিনিটের মধ্যে তিন গোল হজম করল তারা। প্রথমে গৌরব বোরার আত্মঘাতী গোলে মুম্বই এগিয়ে যায়।এরপর ৭৮ মিনিটে দলের লিড দ্বিগুণ করেন ছাংতে। বাঁ পায়ের বাঁক খাওয়ানো শট ডিফেন্ডারের গায়ে লেগে জড়িয়ে যায় জালে। ৮২ মিনিটে ফাঁকায় বল পেয়ে জোরালো শটে গোল করলেন থায়ের ক্রোমা। ম্যাচ জিতে ২৭ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এল মুম্বই। ২৮ পয়েন্ট নিয়ে তিন ও চারে থাকা বেঙ্গালুরু ও জামশেদপুরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তারা।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)