বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের প্রথম ম্যাচে ৫০টি ছক্কা হাঁকিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে নজির গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ট্রেন্ট বোল্টের (Trent Boult) বলে ছক্কা হাঁকিয়ে ক্রিস গেইলের (Chris Gayle) সর্বোচ্চ ৪৯ ছক্কার রেকর্ড ভেঙেছেন তিনি। বিশ্বকাপে গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) ৪৩টি ছক্কা, এবি ডি ভিলিয়ার্সের (AB de Villiers) এবং ডেভিড ওয়ার্নারের (David Warner) ৩৭টি ছক্কার তালিকায় এখন শীর্ষে রয়েছেন ভারতীয় অধিনায়ক। সেমিফাইনালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাট করতে নেমেই বিস্ফোরক ব্যাটিং শুরু করেন রোহিত। প্রথম ওভারেই ছক্কা মেরে বোল্টকে পরাস্ত করেন তিনি। মাত্র ২৯ বলে ৪৭ করে ভারতকে দারুণ শুরু এনে দেন তিনি। যেখানে তাঁর চারটি বাউন্ডারি এবং চারটি ছক্কা রয়েছে। এরপর টিম সাউথির (Tim Southee) বলে কেন উইলিয়ামসনের (Kane Williamson) হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। David Beckham in Wankhede: ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালে হাজির স্বয়ং ডেভিড বেকহ্যাম (দেখুন ছবি)
#INDvsNZ Rohit Sharma break the record of Chris Gayle and now become the player to hit more sixes in world cups.pic.twitter.com/C9N6e1fQao
— Haroon 🏏🌠 (@Haroon_HMM) November 15, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)