বিজেপি রাজনৈতিক হিসেবে ব্যবহার করছে, তাই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে না যাওয়ার কথা ঘোষণা করেছে কংগ্রেস। ঘুরিয়ে হিন্দু ধর্ম বিরোধী বলে এই নিয়ে কংগ্রেসকে আক্রমণ করছে বিজেপি। রাম মন্দির উদ্বোধনে না যাওয়ার সিদ্ধান্ত কিছুতেই যাতে ভোটারদের কাছে ভুল বার্তা না যায় তাই অযোধ্যায় মকর সংক্রান্তিতে বড় আয়োজন করছে ইউপি কংগ্রেস। আগেই ঠিক ছিল রাম মন্দির উদ্বোধনের আগে অযোধ্যায় যাবে ইউপি কংগ্রেসের প্রতিনিধি দল। কিন্তু সেই প্রতিনিধি দলের সংখ্যা একশো থেকে বাড়িয়ে দু হাজার করা হল।

আগামিকাল, সোমবার মকর সংক্রান্তিতে কংগ্রেসের ২ হাজার নেতা-কর্মী অযোধ্যায় যাচ্ছেন। অযোধ্যার ঘাটে মকর সংক্রান্তির প্রার্থনা করবেন কংগ্রেস নেতারা। উত্তরপ্রদেশ কংগ্রেসের প্রধান অজয় রাই ও দলের ইনচার্জ অভিনাশ পাণ্ডের নেতৃত্বে যাচ্ছে অযোধ্যায় গিয়ে প্রার্থনা, নানা উপচার সারাবেন হাত শিবিরের নেতা-কর্মীরা। মকর সংক্রান্তিতে অযোধ্যার সাধারণ মানুষদের তাদের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার কাজও শুরু করেছেন স্থানীয় কংগ্রেস নেতারা।

দেখুন খবরটি

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)