PM Modi Joins Durga Puja Celebrations: দুর্গাপুজোর উৎসবে সামিল হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আজ, মঙ্গলবার সন্ধ্যায় দেশের রাজধানী শহরে প্রধানমন্ত্রী মোদী পুজোয় সামিল হতে হাজির হন চিত্তরঞ্জন পার্কের কালীবাড়িতে। এখানেই দিল্লির সবচেয়ে ঐতিহ্যের দুর্গাপুজোর আয়োজন হয়। নিষ্ঠাভরে পুজো ও প্রার্থনা করতে গেল প্রধানমন্ত্রীকে। পুজোর সবকিছু খুঁটিনাটি নিয়ে জানতেও চাইলেন প্রধানমন্ত্রী মোদী। ঠাকুর দেখতে আসা মানুষদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় প্রধানমন্ত্রীকে।

এদিন চিত্তরঞ্জন পার্কে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। ঠাকুর দর্শনে গিয়ে প্রধানমন্ত্রী মোদীকে দেখে সাধারণ মানুষ উতসাহিত হন। চিত্তরঞ্জন পার্ক বাঙালিদের কাছে সবসময়ই অত্যন্ত প্রিয় ও ঘনিষ্ঠ স্থান, যা দুর্গাপুজোর আনন্দকে আরও বিশেষ করে তোলে। দিল্লিতে বেশ কয়েক বছর ধরেই দুর্গাপুজোয় বেশ জাঁকজমক দেখা যাচ্ছে।

দেখুন দিল্লির সিআর পার্কের দুর্গাপুজোয় হাজির প্রধানমন্ত্রী মোদী

দেখুন পুজো আরতি করছেন প্রধানমন্ত্রী মোদী

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)