পহেলগামে হামলাকারী জঙ্গিদের সাহায্য করেছিল। পহেলগামের জঙ্গিরা (Pahalgam Terror Attack) পাকিস্তান (Pakistan) পেরিয়ে ভারতে ঢোকার পর তাদের থাকার ব্যবস্থা করে দেওয়া থেকে, খাবারের যোগান, সবকিছুই হয়েছিল মহম্মদ কাটারিয়ার হাত ধরে। এবার সেই মহম্মদ কাটারিয়াকে গ্রেফতার করল জম্মু কাশ্মীর পুলিশ। উপত্যকা থেকে কাটারিয়াকে তাড়িয়ে নিয়ে ধরা হয় পুলিশের জালে।

গত ২২ এপ্রিল পহেলগামের বৈসরণ ভ্যালিতে (Baisaran Valley) হামলা চালায় পাকিস্তানি জঙ্গিরা। পরপর ২৬ জন নীরিহ মানুষকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। যে নৃশংসতায় কেঁপে ওঠে গোটা দেশ। পহেলগাম হামলারপর ৭ মে ভারত শুরু করে অপারেশন সিঁদূর। যে অপারেশন সিঁদূরের মাধ্যমে পাকিস্তানে থাকা ১০০ জঙ্গিকে খতম করে দেয় ভারতীয় সেনা। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে সেখানকার জঙ্গিদের ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় ভারত।

পহেলগামের জঙ্গিদের সাহায্যকারী মহম্মদ কাটারিয়াকে পাকড়াও করল পুলিশ...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)